ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে উৎসবমুখর পরিবেশে ২৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

যশোরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছে মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা। যশোর, মণিরামপুর, চৌগাছা, বাঘারপাড়া, নওয়াপাড়া ও কেশবপুরে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ছয়টি পৌরসভায় মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

যশোর পৌরসভায় মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে আওয়ামী লীগ সমর্থিত জহিরুল ইসলাম চাকলাদার, বিএনপি সমর্থিত নগর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র মারুফুল ইসলাম, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী এবং স্বতন্ত্র হিসেবে কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি এসএম কামরুজ্জামান চন্নু প্রার্থী।

চৌগাছা পৌরসভায় মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চৌগাছায় আওয়ামী লীগ সমর্থিত নূর উদ্দিন আল মামুন হিমেল, বিএনপির সেলিম রেজা আওলিয়ার, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসএম সাইফুর রহমান বাবুল ও জামায়াতের মাস্টার কামাল আহমেদ স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাঘারপাড়ায় পৌরসভায় মেয়র পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের কামরুজ্জামান বাচ্চু, বিএনপির আবদুল হাই মনা, আওয়ামী লীগের বিদ্রোহী আবদুর রউফ, বিএনপির বিদ্রোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, স্বতন্ত্র খলিলুর রহমান, ইসলামী আন্দোলনের শহিদুল ইসলাম এবং যুবদল নেতা ইফতেখারুল আলম লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

jessore

মনিরামপুর পৌরসভায় মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে আওয়ামী লীগ মনোনীত মাহামুদুল হাসান, বিএনপি মনোনীত শহীদ ইকবাল হোসেন, ইসলামী আন্দোলনের আবু তালেব ও আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী জিএম মজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অভয়নগরের নওয়াপাড়া পৌরসভায় মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুশান্ত কুমার দাস শান্ত আওয়ামী লীগের, বিএনপির রবিউল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও আওয়ামী লীগ নেতা সর্দার ওলিয়ার রহমান এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা মশিয়ার রহমান।

কেশবপুরে পৌরসভায় মেয়র পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে আওয়ামী লীগের একক প্রার্থী রফিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী আবদুস সামাদ বিশ্বাস। আর বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবদল নেতা আলমগীর কবির।

মিলন রহমান/এআরএ/পিআর