ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে ২০১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম, নাগেশ্বরী ও উলিপুর পৌর নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ১৯ জন, কাউন্সিলর পদে ১৪৬ জন ও সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী রয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুড়িগ্রাম পৌরসভায় মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত নারী ১৫ জন, কাউন্সিলর পদে জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত আব্দুল জলিল, বিএনপির মনোনীত নুর ইসলাম নুরু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজিউল ইসলাম, সাইদুল হাসান দুলাল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বেলাল হোসেন।

উলিপুর পৌরসভায় আটজন, কাউন্সিলর পদে ৫১ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আব্দুল হামিদ, একই দলের বিদ্রোহী প্রার্থী সাজেদুল ইসলাম ও আবু সাঈদ সরকার, বিএনপির তারিক আবু আলা চৌধুরী, বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক, জাপার সফিকুল ইসলাম দারা, জেপির মোজাম্মেল হক মানিক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জাহাঙ্গীর আলম।

নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৫০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী মনোয়নয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মোহাম্মদ হোসেন ফাকু, বিএনপির মো. আদম আলী ও জাতীয় পার্টির আব্দুর রহমান মিয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওহাব, ও মো. আব্দুল আজিজ মনোনয়নপত্র দাখিল করেছেন।

নাজমুল হোসেন/এআরএ