ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়ির দুই পৌরসভায় মেয়র প্রার্থী ৯ জন

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ি পৌরসভা ও মাটিরাঙ্গা পৌসভায় মেয়র পদে বিএনপি-আওয়ামী লীগের চারজনসহ ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, বৃহস্পতিবার সকালের দিকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির প্রার্থী অ্যাড. মো. আব্দুল মালেক মিন্টু ও নাগরিক কমিটির প্রার্থী বর্তমান মেয়র মো. রফিকুল আলম। একই দিন বিকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মো. শানে আলম। এছাড়াও খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ধীমান খীসা, অ্যাড. সমারী চাকমা ও কিরণ মারমা।

এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে বুধবার মনোনয়ন ফরম দাখিল করেন বিএনপির প্রার্থী মো. বাদমা মিয়া। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ প্রার্থী মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক। এর কিছু সময় আগে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আলী আশরাফ। এছাড়া মাটিরাঙ্গা পৌরসভায় কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ প্রার্থী রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করেন।

এসএস