ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদাবাজির মামলা করায় বাড়িঘর-দোকানে ভাঙচুর-লুটপাট

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২৯ মে ২০২১

সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলা করায় দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টায় সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ী মহল্লায় এ ঘটনা ঘটে।

jagonews24

ভুক্তভোগী সেলিম রেজা বলেন, গত ২০ মে ধানবান্ধি মহল্লার বিশা সেখের ছেলে সানু, পুঠিয়াবাড়ী মহল্লার মোমিন ও মতিন গংরা দীর্ঘদিন ধরে আমার ময়দার মিলে এসে বিভিন্নভাবে চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় মারধর ও মিলে ভাঙচুর করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমার মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এ মামলায় শুক্রবার রাতে সানুকে পুলিশ গ্রেফতার করে। এরপর তার ছোট ভাই শামীম, পুঠিয়াবাড়ী মহল্লার মোমিন ও মতিন গংরা দলবল নিয়ে সেলিম, তার বড়ভাই শফি ও ছোট ভাই হাবুর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে।

jagonews24

এসময় তারা দোকানে থেকে আটার বস্তা, ভুসির বস্তা, বাড়ি থেকে তিনটি টিভি, তিনটি ফ্রিজ ভাঙচুর করে ও আলমারি ভেঙে প্রায় পাঁচ লাখ টাকা, মসজিদের ৭০ হাজার টাকা, সোনার গয়না ও ছোট ভাইয়ের চারটি অটোরিকশা, একটি টিভি, এক লাখ টাকা লুট করে নিয়ে যান। এতে সবমিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, সানু গংরা এখনও আমাদের নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাদের এলাকায় পুরুষশূন্য হয়ে পড়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

jagonews24

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/জিকেএস