ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে করোনায় চিকিৎসকের মৃত্যু

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৯ মে ২০২১

দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে মো. মোরশেদুল আলম চৌধুরী (৩৯) নামের এক আয়ুর্বেদিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে তিনি মারা যান।

ডা. মো. মোরশেদুল আলম চৌধুরী দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
আয়ুর্বেদিক মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার শংকপুর ইউনিয়নের শালকি গ্রামের বাসিন্দা ।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, গত ৩ মে (সোমবার) ডা. মো. মোরশেদুল আলম চৌধুরী করোনায় আক্রান্ত হন। ওই দিনই তিনি দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, জেলায় এখন পর্যন্ত ১২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস