কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত নারীর মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা মোহচেনা বেগম (৪৫) নামের ভারতফেরত এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ মে) দিনগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোহচেনা বেগম দিনাজপুর জেলার মহব্বতপুর গ্রামের মৃত মুকসেদ আলির স্ত্রী। ক্যান্সার চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ভারতে যান। লকডাউনে সেখানে আটকে পড়েন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দর্শনা স্থলবন্দর দিয়ে গত ২১ মে (শুক্রবার) বিকেলে মোহচেনা বেগম দেশে প্রবেশ করেন। পরে তাকে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে সেখানে তার অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ্ আকরাম বলেন, ক্যান্সার রোগীর রক্ত স্বল্পতা দেখা দিলে হাসপাতালে ভর্তি রেখে রক্ত দেয়া হয়। রাতে তিনি মারা যান।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে গত ২১ মে (শুক্রবার) থেকে ভারতে আটকে পড়া ৮১ জন দেশে ফেরেন।
সালাউদ্দীন কাজল/আরএইচ/জিকেএস