ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে বিএনপি-জামায়াত কর্মীসহ আটক ২৭

প্রকাশিত: ০৯:১১ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

নীলফামারীর বুধবার রাতে পুলিশের অভিযানে জামায়াত বিএনপির ১২ জনসহ ২৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার আটকদের আদালতে পাঠানো হয়েছে। নীলফামারী পুলিশ অফিস সূত্রে জানা যায়, নীলফামারী সদরে আটজন, সৈয়দপুরে ছয়জন, ডিমলায় চারজন, ডোমারে চারজন, কিশোরগঞ্জে চারজন ও জলঢাকায় একজনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ১১ জন জামায়াত ও শিবিরকর্মী, একজন বিএনপি কর্মী ও ১৫ জন আদালতের বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। ডিমলায় জামায়াতের চারজন, ডোমারে জামায়াতের ২ ও বিএনপির একজন, কিশোরগঞ্জে দু`জন, জলঢাকা, সৈয়দপুর ও নীলফামারীতে একজন করে জামায়াত কর্মীকে পুলিশ আটক করেছে।

নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ আটকদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন, খালিশা চাপানি ইউনিয়নের খালিশা চাপানি গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪০), নাউতরা ইউনিয়নের শালহাটি গ্রামের সামচুল হকের ছেলে মহির উদ্দিন (৩৩), ডিমলা সদর ইউনিয়নের নটাবাড়ী গ্রামের ইয়াছিন আলীর ছেলে মাহাবুবুল হক (৩০), মৃত জমির উদ্দিনের ছেলে আনোয়ারুল হক (৪৫)।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ডিমলা এলাকায় নাশকতা সৃষ্টি ষড়যন্ত্রের অভিযোগে আটককৃত জামায়াতের চার কর্মীকে ১৫১ ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জাগো নিউজকে বলেন, পুলিশের বিশেষ অভিযানে ১২ জন বিএনপি জামায়াত কর্মীসহ ২৭ জনকে আটক করা হয়েছে।

জাহেদুল ইসলাম/এমজেড/পিআর