ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, লন্ডভন্ড পানের বরজ
ঘূর্ণিঝড়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা, পানের বরজ। বৃহস্পতিবার (২৭ মে) উপজেলার আইন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে
স্থানীয়রা জানান, ইয়াসের প্রভাব কাটতে না কাটতেই ভোরে ঘূর্ণিঝড়ে ওই গ্রামের শতাধিক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে মাহাবুল ইসলাম, ইয়াছিন, সাহাবুদ্দিন, শরিফ হোসেন, আনোয়ার হোসেন, আলীহীম, নাসির হোসেন, করিম হোসেন, ইয়াছদ্দিন, জুলফিকার সবেদা খাতুন, মাসুদুল হক, আজিজুল হক, হারাজউদ্দিন, আক্কাস, মিনারুল ইসলাম, হামিদুল ইসলাম, লুকমান ওরফে পুটের বাড়িসহ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের লোকজন প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আকরাম হোসেন বলেন, ভোরে হঠাৎ ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড় সব লন্ডভন্ড করে দিয়ে গেল। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে বিকেলে আলমডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলক কুমার মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব ঘটনাস্থল পরিদর্শনে যান।
এ সময় ক্ষতিগ্রস্তদের উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন ইউএনও পলক কুমার মণ্ডল।
সালাউদ্দীন কাজল/আরএইচ/জেআইএম