ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পানিবন্দি ঘরবাড়ি, চিড়া-মুড়ি খেয়ে দিন কাটছে শতাধিক পরিবারের

মো. আতিকুর রহমান | ঝালকাঠি | প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৭ মে ২০২১

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও জোয়ারের কারণে ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়েছে বিষখালী নদীতে। বেড়িবাঁধ না থাকায় পানি ঢুকে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলি জমি, রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েকশ ঘের প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ।

শতাধিক পরিবারের রান্নাঘরে পানি ঢুকে পড়ায় দু’দিন ধরে রান্না হয়নি নদী-তীরবর্তী স্থানের বাসিন্দাদের। সরকারি সহায়তা পেতে ৩৩৩ নম্বরে কল দিয়েও কোনো সহায়তা পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে নদীর পানির চাপে চলাচলের প্রায় ৫০ মিটার রাস্তা ভেঙে নদীতে মিশে যায়। এতে গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজনের চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়ভাবে নৌকায় করে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। দুপুর থেকে নদীর পানি কমতে শুরু করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলছে।

jagonews24

ঝালকাঠির সুগন্ধা-বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ১০ ফুট বেশি হওয়ায় বিষখালী নদী-তীরবর্তী সদর উপজেলা ও কাঁঠালিয়ায় নদীর বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হয়েছে। জেলার নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি ঢুকে তলিয়ে গেছে মাছের ঘের ও ফসলের ক্ষেত।ক্ষতির সম্মুখীন হয়েছেন শতাধিক মাছচাষি ও কয়েকশত কৃষক।

মঙ্গলবার (২৫ মে) দুপুর থেকেই পানি বাড়তে শুরু করে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুর পর্যন্ত নদীর পানি স্বাভাবিকের চেয়ে ১০ ফুট বাড়তি ছিল। বৃহস্পতিবার ভোরে নদী-তীরবর্তী সদর উপজেলার ভাটারাকান্দা গ্রামে চলাচলের প্রায় ৫০ মিটার রাস্তা ভেঙে নদীতে মিশে যায়। এতে ওই এলাকার পাঁচটি গ্রামের জনসাধারণের চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়রা নৌকায় ১০ টাকা ভাড়ায় খেয়া পারাপারের মাধ্যমে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করেন।

jagonews24

সুগন্ধা নদীর দক্ষিণ তীরবর্তী বারৈকরণ খেয়াঘাট সংলগ্ন কুতুবনগর বেড়িবাঁধটি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীর উত্তাল ঢেউয়ে ভেঙে গাছপালা নিয়ে নদীতে বিলিন হয়েছে। এই বেড়িবাঁধের আওতায় দুই হাজার একর ফসলি জমি ও ৫শ পরিবারের প্রায় দুই হাজার মানুষের বসবাস হুমকির মুখে পড়েছে।

২০০০ সালে বারৈকরণ খেয়াঘাট থেকে পূর্বদিকে ১.২৫ কিলোমিটারের বেড়িবাঁধটি নির্মাণ করা হয়। ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে বাঁধের ৫০ ভাগ ক্ষতিগ্রস্ত হয় এবং ইয়াসের প্রভাবে এবার সম্পূর্ণ ভেঙে গেছে।

জেলার কাঁঠালিয়া উপজলা পরিষদ ও কাঁঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বিষখালী তীরের বাঁধের একটা অংশ ভেঙে পানি ঢুকে বাড়িঘরসহ তলিয়ে গেছে ফসলের মাঠ। বিশেষ করে কাঁঠালিয়া সদর উপস্বাস্থ্য কেন্দ্র, বড় কাঁঠালিয়া, পূর্ব কচুয়া, লতাবুনিয়া, রঘুয়ার দড়ির চর, সোনার বাংলা, আওরাবুনিয়া, জাঙ্গালিয়া, ছিটকী ও আমুয়া, ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি, নতুন কলাবাগান, পৌরসভা খেয়াঘাট এলাকা, রাজাপুরের বাদুরতলা লঞ্চঘাট, নাপিতের হাট, চল্লিশ কাহনিয়া এলাকাসহ সুগন্ধা-বিষখালী নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অর্ধশতাধিক গ্রামে পানি ঢুকেছে। এর মধ্যে অধিক নিচু এলাকা প্লাবিত হয়েছে।

ভাটারাকান্দা গ্রামের গৃহবধূ লাইলী বেগম জাগো নিউজকে বলেন, ‘মঙ্গলবার দুপুর থেকেই নদীর পানি বাড়তে শুরু করে। তার আগে রান্না করে রেখেছিলাম। রাতের পানিতে বাড়ির আঙিনা ও রান্নাঘর তলিয়ে যায়। চুলার (উনুন) মধ্যে পানি ওঠায় বুধ ও বৃহস্পতিবার দুপুরে রান্না করতে পারিনি। চিড়া-মুড়িসহ শুকনো খাবারে দুইদিন কাটিয়ে দিয়েছি।’

jagonews24

ওই এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যপ্রার্থী মো. কামাল হোসেন জানান, এলাকার অনেক ঘর পানিতে তলিয়ে গেছে। দুপুরের রান্না করতে পারেননি অনেকেই। খাদ্য সহায়তার জন্য সরকারি সেবার হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল দিলে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ধন্যবাদ বলে কেটে দেয়।

জানতে চাইলে কাঁঠালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজখবর নেয়া হয়েছে। কোথাও বড় ধরনের সমস্যা নেই। উপজেলা পরিষদের পেছনের বিষখালী তীরের বাঁধের কিছু অংশ ভেঙে গেছে। কিন্তু তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কৃষ্ণ ঘোষ জানান, পানি বৃদ্ধির কারণে তিন শতাধিক ঘের প্লাবিত ও মাছ ভেসে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা জরিপের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তার একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেখান থেকে নির্দেশনা পাওয়ামাত্র দ্রুত কাজ শুরু করা হবে।

আতিকুর রহমান/এসআর/জিকেএস

টাইমলাইন

  1. ০১:২০ পিএম, ০৩ জুন ২০২১ ‘ইয়াসে’ বিধ্বস্ত ২৬ হাজার ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত ১৫ লাখ মানুষ
  2. ০৭:২৪ পিএম, ২৮ মে ২০২১ ইয়াসের তাণ্ডবে মোংলা ও সুন্দরবনে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি
  3. ০৪:২৯ পিএম, ২৮ মে ২০২১ বিপৎসীমার নিচে নেমেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীর পানি
  4. ০৯:২৭ পিএম, ২৭ মে ২০২১ মোংলায় ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী জলোচ্ছ্বাস অব্যাহত
  5. ০৭:৫২ পিএম, ২৭ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াসেই’ হালদার সর্বনাশ
  6. ০৭:২২ পিএম, ২৭ মে ২০২১ পানিবন্দি ঘরবাড়ি, চিড়া-মুড়ি খেয়ে দিন কাটছে শতাধিক পরিবারের
  7. ০৭:১৪ পিএম, ২৭ মে ২০২১ খুলনায় নতুন এলাকা প্লাবিত : পানিবন্দি মানুষের মানবেতর জীবন
  8. ০৩:১৮ পিএম, ২৭ মে ২০২১ পটুয়াখালীতে আজও উত্তাল সাগর, বইছে ঝড়ো হাওয়া
  9. ০২:৩০ পিএম, ২৭ মে ২০২১ ‘ইয়াস’র প্রভাবে ঝড়-বৃষ্টি থাকবে আরও ২ দিন
  10. ১২:৫০ পিএম, ২৭ মে ২০২১ জোয়ারে ক্ষতিগ্রস্ত বাঁধ, আতঙ্কে হাতিয়ার ৭ লাখ বাসিন্দা
  11. ১২:২৯ পিএম, ২৭ মে ২০২১ জোয়ারে তলিয়ে গেছে বিয়েবাড়ি, কোলে পার হলেন বর-কনে
  12. ১২:১৬ পিএম, ২৭ মে ২০২১ সুন্দরবন থেকে লোকালয়ে আসা ২ চিত্রা হরিণ উদ্ধার
  13. ১০:৫২ এএম, ২৭ মে ২০২১ জোয়ারে সুন্দরবন থেকে ভেসে এলো ৪ মৃত হরিণ
  14. ১০:৪৬ এএম, ২৭ মে ২০২১ ঝড়ে সুন্দরবনের ১৯ জেটি বিধ্বস্ত, ক্ষয়ক্ষতি নিরূপণে ৪ কমিটি
  15. ০৮:৪৫ এএম, ২৭ মে ২০২১ জোয়ারের পানি আরও বাড়ার আশঙ্কা, ৩ নম্বর সংকেত বহাল
  16. ০৯:১৬ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী অবস্থা মোকাবিলায় প্রস্তুত নৌবাহিনী
  17. ০৮:৫৯ পিএম, ২৬ মে ২০২১ ভোলায় ২৫০ ঘরবাড়ি বিধ্বস্ত, ভেসে গেছে দুই হাজার গবাদিপশু
  18. ০৮:৪২ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত
  19. ০৭:৫৪ পিএম, ২৬ মে ২০২১ আ.লীগ নেতার বসতঘরে হাঁটুপানি
  20. ০৬:৩৬ পিএম, ২৬ মে ২০২১ দুর্বল হলো ‘ইয়াস’, এড়ানো গেছে বড় ক্ষয়ক্ষতি
  21. ০৬:৩৫ পিএম, ২৬ মে ২০২১ বাগেরহাটে জোয়ারের পানিতে প্লাবিত ২০ গ্রাম
  22. ০৬:১৯ পিএম, ২৬ মে ২০২১ উপকূল অতিক্রম করেছে ইয়াস, হয়েছে কিছুটা দুর্বল
  23. ০৬:১৬ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : হাতিয়ায় পানিবন্দি লক্ষাধিক মানুষ
  24. ০৫:৫৮ পিএম, ২৬ মে ২০২১ মোংলায় জলোচ্ছ্বাসে পানিবন্দি ৪০০ পরিবার, দেয়া হচ্ছে খাদ্য সহায়তা
  25. ০৫:৪৪ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : খুলনায় বাঁধ ভেঙে ৪০ গ্রাম প্লাবিত
  26. ০৪:১৫ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : মোংলায় তলিয়ে গেছে চারশতাধিক বসতঘর
  27. ০৪:০৫ পিএম, ২৬ মে ২০২১ তলিয়ে গেছে কুতুবদিয়ার লোকালয়, আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার মানুষ
  28. ০৪:০৩ পিএম, ২৬ মে ২০২১ বিপৎসীমার ৬৪ সেমি ওপরে বইছে পানি, প্লাবিত অর্ধশতাধিক গ্রাম
  29. ০৩:৫২ পিএম, ২৬ মে ২০২১ পানিতে একাকার বাগদা-গলদার ঘের
  30. ০৩:২৯ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াসেও স্বাভাবিক চট্টগ্রাম বন্দর
  31. ০২:৫৫ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ : জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ৯ জেলার ২৭ উপজেলা
  32. ০১:৩৯ পিএম, ২৬ মে ২০২১ ইয়াসের প্রভাবে ঢাকায় হালকা বাতাস-বৃষ্টি
  33. ০১:০৩ পিএম, ২৬ মে ২০২১ ৩-৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে ইয়াস
  34. ১২:৫৯ পিএম, ২৬ মে ২০২১ বাগেরহাটে নদীর পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি মানুষ
  35. ১২:৫১ পিএম, ২৬ মে ২০২১ আজও দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ বন্ধ, চলছে ফেরি
  36. ১২:৪৫ পিএম, ২৬ মে ২০২১ ইয়াসে বিধ্বস্ত সেন্টমার্টিন
  37. ১২:৩৩ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড়ের সময় সুরক্ষিত থাকবেন যেভাবে
  38. ১২:১৮ পিএম, ২৬ মে ২০২১ ফেরি বন্ধ, তবুও নেয়া হচ্ছে ভাড়া
  39. ১১:২৮ এএম, ২৬ মে ২০২১ ইয়াস : পরবর্তী উদ্ধার-ত্রাণ তৎপরতায় প্রস্তুত সশস্ত্র বাহিনী
  40. ১১:১৪ এএম, ২৬ মে ২০২১ উপকূল অতিক্রম করছে ইয়াস, আঘাত হানছে না বাংলাদেশে
  41. ১০:৫৬ এএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : চট্টগ্রামে প্রস্তুত ২৮৬ মেডিকেল টিম
  42. ১০:৩১ এএম, ২৬ মে ২০২১ ওড়িশায় আঘাত হেনেছে ইয়াস
  43. ১০:২৫ এএম, ২৬ মে ২০২১ উপকূল থেকে কিছুটা দূরে সরে গেল ইয়াস
  44. ০৯:৩৪ এএম, ২৬ মে ২০২১ ইয়াস : খুলনায় খোলা হয়েছে সহস্রাধিক আশ্রয়কেন্দ্র
  45. ০৯:২৪ এএম, ২৬ মে ২০২১ ওড়িশা থেকে ৬০ কিমি দূরে ইয়াস, দুপুরে আছড়ে পড়ার শঙ্কা
  46. ০৯:০২ এএম, ২৬ মে ২০২১ নিঝুমদ্বীপের ১৫ হাজার অধিবাসী নিরাপদ আশ্রয়ে
  47. ০৮:৪২ এএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : মোংলা থেকে ৩২০ কিলোমিটার দূরে
  48. ০৯:০২ পিএম, ২৫ মে ২০২১ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ইয়াস, ৬ ফুট উচ্চতার জোয়ারের শঙ্কা
  49. ০৫:০৭ পিএম, ২৫ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ : নৌযান চলাচল বন্ধ
  50. ০৫:০৬ পিএম, ২৫ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  51. ০২:৩৭ পিএম, ২৫ মে ২০২১ ১০০ কি.মি. বেগে আছড়ে পড়বে ইয়াস, প্লাবিত হওয়ার শঙ্কা
  52. ০৮:১৩ এএম, ২৫ মে ২০২১ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ইয়াস
  53. ০৬:৪২ পিএম, ২৪ মে ২০২১ ভিডিওতে ঘূর্ণিঝড় ‘ইয়াস’র সম্ভাব্য গতিপথ
  54. ০৫:১৩ পিএম, ২৪ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ থেকে ফসল রক্ষায় পরামর্শ
  55. ০৪:১৭ পিএম, ২৪ মে ২০২১ বুধবার খুলনা উপকূল অতিক্রম করতে পারে ‘ইয়াস’
  56. ০১:২৮ পিএম, ২৪ মে ২০২১ ইয়াসের প্রভাবে কাল রাত থেকে বৃষ্টি, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল
  57. ১০:৫২ এএম, ২৪ মে ২০২১ সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
  58. ১০:২১ এএম, ২৪ মে ২০২১ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে ইয়াস
  59. ০৮:৪০ এএম, ২৪ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ৬০ কি.মি. বেগে নিম্নচাপ রূপ নিয়েছে গভীর নিম্নচাপে
  60. ১০:০১ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : এবারও সুরক্ষা প্রাচীর হয়ে দাঁড়াতে পারে সুন্দরবন
  61. ০৯:১১ পিএম, ২৩ মে ২০২১ চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড় ইয়াস
  62. ০৫:০০ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সাতক্ষীরায় প্রস্তুত ১৬৪৫ আশ্রয়কেন্দ্র
  63. ০৪:১৮ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : নিম্নচাপটি কক্সবাজার থেকে ৬১৫ কিলোমিটার দূরে
  64. ০৮:১৬ এএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : লঘুচাপটি পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপে
  65. ০৯:০০ পিএম, ২২ মে ২০২১ ইয়াস কি আমফানের চাইতে শক্তিশালী?
  66. ০৭:৫৫ পিএম, ২২ মে ২০২১ ‘রোববার ২, সোমবার ৪ নম্বর সতর্ক সংকেত’
  67. ০৪:৩৩ পিএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত
  68. ০১:১৬ পিএম, ২২ মে ২০২১ সুপার সাইক্লোন হয়ে উঠতে পারে ‘ইয়াস’, সতর্ক করা হবে পুরো উপকূলকে
  69. ১২:৩২ পিএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
  70. ১১:০৩ এএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৩ মের মধ্যে সব নৌকা-ট্রলারকে ফেরার সতর্কবার্তা
  71. ০৭:০১ পিএম, ২১ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৬ মে খুলনা উপকূলে আঘাত হানতে পারে
  72. ১০:০৬ এএম, ১৯ মে ২০২১ ২৩-২৪ মে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা