ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় নতুন এলাকা প্লাবিত : পানিবন্দি মানুষের মানবেতর জীবন

আলমগীর হান্নান | খুলনা | প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২৭ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে খুলনার কয়রা উপজেলার চারটি ইউনিয়নে স্বাভাবিক জোয়ারের চেয়ে সাত থেকে আট ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। জোয়ারের চাপে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২০টি জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। ফলে প্রতিনিয়ত পানি ঢুকে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। এখন পর্যন্ত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

jagonews24

বৃহস্পতিবার (২৭ মে) সকালে জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রামে ঢুকে পড়ে পানি। আগেরদিন জোয়ারের পানিতে প্লাবিত হয় উপজেলার অন্তত ৪০টি গ্রাম। ওইদিন বিকেলে স্থানীয়রা উদ্যোগ নিয়ে কয়েকটি পয়েন্টে বেড়িবাঁধ মেরামত করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে জোয়ারে বেড়িবাঁধসহ আরও কিছু গ্রাম প্লাবিত হয়।

ফলে পানিবন্দি হয়ে পড়েছে দুর্গত এলাকার প্রায় লক্ষাধিক মানুষ। দুর্গত এলাকার অধিকাংশ কাঁচা বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানির তোড়ে বিভিন্ন এলাকায় গ্রামীণ সড়কগুলো ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অনেক গ্রামেই ভেলা ও নৌকায় চলাচল করতে হচ্ছে। পানিবন্দি অধিকাংশ মানুষ আশ্রয় নিয়েছেন কাছাকাছি উঁচু জায়গায় ও আশ্রয়কেন্দ্রে। তবে পানিবন্দি এসব মানুষ দুর্ভোগ-সঙ্কটে একরকম মানবেতর জীবনযাপন করছেন।

jagonews24

দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানানো হলেও এখনও ত্রাণ পাননি বলে বানভাসি অনেকের অভিযোগ।

এছাড়া, বানের পানিতে ভেসে গেছে উপজেলার প্রায় দুই সহস্রাধিক পুকুর-জলাশয়ের মাছ। উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, উপজেলার মৎস্যজীবীরা প্রায় ১০ কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন।

jagonews24

বন্যার পানিতে বাড়ি ছেড়ে স্থানীয় বড়বাড়ী আশ্রয়কেন্দ্রে ওঠা স্বামীহারা রোকেয়া বলেন, ‘আমাগের ঘর পানিতে ডুবি গেছে। বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছি। কোনো অফিসার, চেয়ারম্যান মেম্বরেরা সাহায্য দিতে আসেনি। দুইদিন খেয়ে-না খেয়ে খুব কষ্টে আছি।’

পবনা এলাকার গৃহবধূ জায়েদা বলেন, ‘হুনছি, বইন্না এহনো আয় নায়। হেইতেই এত পানি। জানি না বইন্নায় কী অইবে!’

jagonews24

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আব্দুস সবুর গাজি বলেন, ‘আমরা দিন আনি দিন খাই। এখন পানিবন্দি কাজ নাই, খাবার নাই। খুব দুর্ভোগের মধ্যে পড়েছি।’

দুর্গতরা বলছেন, পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি। যখন জোয়ারের পানি বাড়ছে তখন অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে তাদের। তাদের দাবি এমন দুর্যোগে খাদ্য সহায়তা নয় টেকসই বেড়িবাঁধই বেশি প্রয়োজন।

jagonews24

পানি উন্নয়ন বোর্ডের কাজে ধীরগতি ও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসী দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার আশঙ্কা করছেন।

উপজেলার সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে মহারাজপুর ইউনিয়ন। সেখানকার চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এর হোগলার দুইটি, দশালিয়ার দুইটি, মঠবাড়ির দুইটি পয়েন্ট, মোট ৬ টি পয়েন্ট ভেঙে হোগলা, দশালিয়া, মঠবাড়ী, আটরা, গোবিন্দপুর, জয়পুর, শিমলারাইট, বাউলিয়া ঘাটা, মঠের ডাঙ্গা, সুতির কোনা, সুতির ধার, পোলাডাঙ্গার চক, মোড়লের চক, অন্তাবুনিয়া, দেয়াড়াসহ অন্তত ২১টি গ্রাম প্লাবিত হয়েছে। ধসে পড়েছে সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি। ভেসে গেছে শত শত একর জমির মৎস্য ঘের।

jagonews24

আগামী ২৮ মে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভেঙে যাওয়া জায়গাগুলো আটকানোর চেষ্টা করবেন বলে চেয়ারমান জানান।

উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সর্দার নুরুল ইসলাম জানান, গাতিরঘেরী থেকে বীণাপাণি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধের চারটি ও পদ্মপুকুর এলাকার একটি জায়গা দিয়ে লাগাতার পানি প্রবেশ করে হরিহরপুর পদ্মপুকুর গাতির ঘেরী বীণাপাণিসহ অন্তত সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। ধসে পড়েছে কাঁচা ঘরবাড়ি। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এরমধ্যে কিছু মানুষ হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পদ্মপুকুর কপোতাক্ষ স্কুল কাম সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে।

দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যান কবি শামসুর রহমান জানান, আংটিহারা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১০০ মিটার ভেঙে লাগাতার জোয়ারের পানি প্রবেশ করায় আংটিহারা, ঘড়িলাল, জোড়শিং, পাতাখালি, গোলখালীসহ ৫-৭ টি গ্রাম প্লাবিত হয়েছে।

jagonews24

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের আগেই কয়রায় প্রায় ৩০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ ছিল। এরপর ইয়াস ও পূর্ণিমার জোয়ারের কারণে কয়রায় কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে সাত থেকে আট ফুট বেশি উচ্চতার জোয়ার প্রবাহিত হচ্ছে। এতে বাঁধের ৬টি পয়েন্ট ভেঙে ও ৩০টি পয়েন্ট থেকে পানি উপচে উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ চলমান আছে। ভালোভাবে সংস্কার করতে ক্ষতিগ্রস্ত বাঁধের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। এ বাঁধ আমরা অচিরেই সংস্কার করব।’

উপজেলা নির্বাহী অনিমেষ বিশ্বাস বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। এছাড়া দুর্গত এলাকার মানুষের জন্য পর্যাপ্ত সহায়তা মজুত আছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ৪টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ইউনিয়ন প্রতি আড়াই টন চাল ও নগদ ২৫ হাজার করে টাকা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বণ্টন করা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত মানুষ এবং পরিবারের তালিকা প্রস্তুতের কাজও শুরু করেছি।পর্যায়ক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বানভাসি অসহায় সব মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হবে।’

এসএস/জেআইএম

টাইমলাইন

  1. ০১:২০ পিএম, ০৩ জুন ২০২১ ‘ইয়াসে’ বিধ্বস্ত ২৬ হাজার ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত ১৫ লাখ মানুষ
  2. ০৭:২৪ পিএম, ২৮ মে ২০২১ ইয়াসের তাণ্ডবে মোংলা ও সুন্দরবনে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি
  3. ০৪:২৯ পিএম, ২৮ মে ২০২১ বিপৎসীমার নিচে নেমেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীর পানি
  4. ০৯:২৭ পিএম, ২৭ মে ২০২১ মোংলায় ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী জলোচ্ছ্বাস অব্যাহত
  5. ০৭:৫২ পিএম, ২৭ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াসেই’ হালদার সর্বনাশ
  6. ০৭:২২ পিএম, ২৭ মে ২০২১ পানিবন্দি ঘরবাড়ি, চিড়া-মুড়ি খেয়ে দিন কাটছে শতাধিক পরিবারের
  7. ০৭:১৪ পিএম, ২৭ মে ২০২১ খুলনায় নতুন এলাকা প্লাবিত : পানিবন্দি মানুষের মানবেতর জীবন
  8. ০৩:১৮ পিএম, ২৭ মে ২০২১ পটুয়াখালীতে আজও উত্তাল সাগর, বইছে ঝড়ো হাওয়া
  9. ০২:৩০ পিএম, ২৭ মে ২০২১ ‘ইয়াস’র প্রভাবে ঝড়-বৃষ্টি থাকবে আরও ২ দিন
  10. ১২:৫০ পিএম, ২৭ মে ২০২১ জোয়ারে ক্ষতিগ্রস্ত বাঁধ, আতঙ্কে হাতিয়ার ৭ লাখ বাসিন্দা
  11. ১২:২৯ পিএম, ২৭ মে ২০২১ জোয়ারে তলিয়ে গেছে বিয়েবাড়ি, কোলে পার হলেন বর-কনে
  12. ১২:১৬ পিএম, ২৭ মে ২০২১ সুন্দরবন থেকে লোকালয়ে আসা ২ চিত্রা হরিণ উদ্ধার
  13. ১০:৫২ এএম, ২৭ মে ২০২১ জোয়ারে সুন্দরবন থেকে ভেসে এলো ৪ মৃত হরিণ
  14. ১০:৪৬ এএম, ২৭ মে ২০২১ ঝড়ে সুন্দরবনের ১৯ জেটি বিধ্বস্ত, ক্ষয়ক্ষতি নিরূপণে ৪ কমিটি
  15. ০৮:৪৫ এএম, ২৭ মে ২০২১ জোয়ারের পানি আরও বাড়ার আশঙ্কা, ৩ নম্বর সংকেত বহাল
  16. ০৯:১৬ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী অবস্থা মোকাবিলায় প্রস্তুত নৌবাহিনী
  17. ০৮:৫৯ পিএম, ২৬ মে ২০২১ ভোলায় ২৫০ ঘরবাড়ি বিধ্বস্ত, ভেসে গেছে দুই হাজার গবাদিপশু
  18. ০৮:৪২ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত
  19. ০৭:৫৪ পিএম, ২৬ মে ২০২১ আ.লীগ নেতার বসতঘরে হাঁটুপানি
  20. ০৬:৩৬ পিএম, ২৬ মে ২০২১ দুর্বল হলো ‘ইয়াস’, এড়ানো গেছে বড় ক্ষয়ক্ষতি
  21. ০৬:৩৫ পিএম, ২৬ মে ২০২১ বাগেরহাটে জোয়ারের পানিতে প্লাবিত ২০ গ্রাম
  22. ০৬:১৯ পিএম, ২৬ মে ২০২১ উপকূল অতিক্রম করেছে ইয়াস, হয়েছে কিছুটা দুর্বল
  23. ০৬:১৬ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : হাতিয়ায় পানিবন্দি লক্ষাধিক মানুষ
  24. ০৫:৫৮ পিএম, ২৬ মে ২০২১ মোংলায় জলোচ্ছ্বাসে পানিবন্দি ৪০০ পরিবার, দেয়া হচ্ছে খাদ্য সহায়তা
  25. ০৫:৪৪ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : খুলনায় বাঁধ ভেঙে ৪০ গ্রাম প্লাবিত
  26. ০৪:১৫ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : মোংলায় তলিয়ে গেছে চারশতাধিক বসতঘর
  27. ০৪:০৫ পিএম, ২৬ মে ২০২১ তলিয়ে গেছে কুতুবদিয়ার লোকালয়, আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার মানুষ
  28. ০৪:০৩ পিএম, ২৬ মে ২০২১ বিপৎসীমার ৬৪ সেমি ওপরে বইছে পানি, প্লাবিত অর্ধশতাধিক গ্রাম
  29. ০৩:৫২ পিএম, ২৬ মে ২০২১ পানিতে একাকার বাগদা-গলদার ঘের
  30. ০৩:২৯ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াসেও স্বাভাবিক চট্টগ্রাম বন্দর
  31. ০২:৫৫ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ : জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ৯ জেলার ২৭ উপজেলা
  32. ০১:৩৯ পিএম, ২৬ মে ২০২১ ইয়াসের প্রভাবে ঢাকায় হালকা বাতাস-বৃষ্টি
  33. ০১:০৩ পিএম, ২৬ মে ২০২১ ৩-৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে ইয়াস
  34. ১২:৫৯ পিএম, ২৬ মে ২০২১ বাগেরহাটে নদীর পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি মানুষ
  35. ১২:৫১ পিএম, ২৬ মে ২০২১ আজও দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ বন্ধ, চলছে ফেরি
  36. ১২:৪৫ পিএম, ২৬ মে ২০২১ ইয়াসে বিধ্বস্ত সেন্টমার্টিন
  37. ১২:৩৩ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড়ের সময় সুরক্ষিত থাকবেন যেভাবে
  38. ১২:১৮ পিএম, ২৬ মে ২০২১ ফেরি বন্ধ, তবুও নেয়া হচ্ছে ভাড়া
  39. ১১:২৮ এএম, ২৬ মে ২০২১ ইয়াস : পরবর্তী উদ্ধার-ত্রাণ তৎপরতায় প্রস্তুত সশস্ত্র বাহিনী
  40. ১১:১৪ এএম, ২৬ মে ২০২১ উপকূল অতিক্রম করছে ইয়াস, আঘাত হানছে না বাংলাদেশে
  41. ১০:৫৬ এএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : চট্টগ্রামে প্রস্তুত ২৮৬ মেডিকেল টিম
  42. ১০:৩১ এএম, ২৬ মে ২০২১ ওড়িশায় আঘাত হেনেছে ইয়াস
  43. ১০:২৫ এএম, ২৬ মে ২০২১ উপকূল থেকে কিছুটা দূরে সরে গেল ইয়াস
  44. ০৯:৩৪ এএম, ২৬ মে ২০২১ ইয়াস : খুলনায় খোলা হয়েছে সহস্রাধিক আশ্রয়কেন্দ্র
  45. ০৯:২৪ এএম, ২৬ মে ২০২১ ওড়িশা থেকে ৬০ কিমি দূরে ইয়াস, দুপুরে আছড়ে পড়ার শঙ্কা
  46. ০৯:০২ এএম, ২৬ মে ২০২১ নিঝুমদ্বীপের ১৫ হাজার অধিবাসী নিরাপদ আশ্রয়ে
  47. ০৮:৪২ এএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : মোংলা থেকে ৩২০ কিলোমিটার দূরে
  48. ০৯:০২ পিএম, ২৫ মে ২০২১ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ইয়াস, ৬ ফুট উচ্চতার জোয়ারের শঙ্কা
  49. ০৫:০৭ পিএম, ২৫ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ : নৌযান চলাচল বন্ধ
  50. ০৫:০৬ পিএম, ২৫ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  51. ০২:৩৭ পিএম, ২৫ মে ২০২১ ১০০ কি.মি. বেগে আছড়ে পড়বে ইয়াস, প্লাবিত হওয়ার শঙ্কা
  52. ০৮:১৩ এএম, ২৫ মে ২০২১ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ইয়াস
  53. ০৬:৪২ পিএম, ২৪ মে ২০২১ ভিডিওতে ঘূর্ণিঝড় ‘ইয়াস’র সম্ভাব্য গতিপথ
  54. ০৫:১৩ পিএম, ২৪ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ থেকে ফসল রক্ষায় পরামর্শ
  55. ০৪:১৭ পিএম, ২৪ মে ২০২১ বুধবার খুলনা উপকূল অতিক্রম করতে পারে ‘ইয়াস’
  56. ০১:২৮ পিএম, ২৪ মে ২০২১ ইয়াসের প্রভাবে কাল রাত থেকে বৃষ্টি, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল
  57. ১০:৫২ এএম, ২৪ মে ২০২১ সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
  58. ১০:২১ এএম, ২৪ মে ২০২১ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে ইয়াস
  59. ০৮:৪০ এএম, ২৪ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ৬০ কি.মি. বেগে নিম্নচাপ রূপ নিয়েছে গভীর নিম্নচাপে
  60. ১০:০১ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : এবারও সুরক্ষা প্রাচীর হয়ে দাঁড়াতে পারে সুন্দরবন
  61. ০৯:১১ পিএম, ২৩ মে ২০২১ চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড় ইয়াস
  62. ০৫:০০ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সাতক্ষীরায় প্রস্তুত ১৬৪৫ আশ্রয়কেন্দ্র
  63. ০৪:১৮ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : নিম্নচাপটি কক্সবাজার থেকে ৬১৫ কিলোমিটার দূরে
  64. ০৮:১৬ এএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : লঘুচাপটি পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপে
  65. ০৯:০০ পিএম, ২২ মে ২০২১ ইয়াস কি আমফানের চাইতে শক্তিশালী?
  66. ০৭:৫৫ পিএম, ২২ মে ২০২১ ‘রোববার ২, সোমবার ৪ নম্বর সতর্ক সংকেত’
  67. ০৪:৩৩ পিএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত
  68. ০১:১৬ পিএম, ২২ মে ২০২১ সুপার সাইক্লোন হয়ে উঠতে পারে ‘ইয়াস’, সতর্ক করা হবে পুরো উপকূলকে
  69. ১২:৩২ পিএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
  70. ১১:০৩ এএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৩ মের মধ্যে সব নৌকা-ট্রলারকে ফেরার সতর্কবার্তা
  71. ০৭:০১ পিএম, ২১ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৬ মে খুলনা উপকূলে আঘাত হানতে পারে
  72. ১০:০৬ এএম, ১৯ মে ২০২১ ২৩-২৪ মে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা