শিমুলিয়া-বাংলাবাজারে আজও বন্ধ ফেরি চলাচল
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় আজ দ্বিতীয়দিনও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে নদীতে ২নং সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) নৌ চলাচল বন্ধ থাকা শিমুলিয়াঘাটে আটকা পরেছে সহস্রাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী। দীর্ঘ অপেক্ষা ও গুড়িগুড়ি বৃষ্টিতে যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, নদী উত্তাল থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদীতে ২নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে। বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে শিমুলিয়াঘাটে দু’টি ও বাংলাবাজার ঘাটে ১৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
বিআইডাব্লিউটিএ শিমুলিয়া লঞ্চ ঘাটের কর্মকর্তা মো. সোলেমান বলেন, নদীতে প্রবল বাতাস ও ঢেউ থাকায় ফেরির পাশাপাশি লঞ্চও বন্ধ রয়েছে।
আরাফাত রায়হান সাকিব/এসএমএম/এএসএম