ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘূর্ণিঝড় ইয়াস : খুলনায় বাঁধ ভেঙে ৪০ গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৬ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ-শাকবাড়িয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ভেঙে গেছে বেড়িবাঁধ। এতে তলিয়ে গেছে সেখানকার অন্তত ৪০ গ্রাম। ফলে আতঙ্কে রয়েছেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, জোয়ারের পানিতে বাড়ির আঙিনা, রাস্তা-ঘাট, মাছের ঘের ও ফসলের মাঠ তলিয়ে গেছে। উপজেলার আংটিহারা, মঠবাড়ি, গোবরা ঘাটাখালী, কয়রা সদরের তহশিল অফিস সংলগ্ন বেড়িবাঁধ, দশহালিয়া, কাটকাটা, কাশির হাটখোলা, কাটমারচর, ২ নম্বর কয়রা, ৪নম্বর কয়রা, পবনা, তেঁতুল তোলার চর, কাশির খালের গোড়া, হোগলা, উত্তর বেদকাশি, গাতির ঘেরী, শাকবাড়িয়া, সুতির অফিস, নয়ানি, খোড়ল কাটি, জোড়শিংসহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ উপচে পানি প্রবেশ করে। এতে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী তীরবর্তী ৪০টির বেশি গ্রামে পানি প্রবেশ করছে।

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের (বাঁধ ভাঙন) বাসিন্দা আবু সাইদ খান বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসলে আমারা খুবই আতঙ্কে থাকি। বিশেষ করে রাতে। এলাকার মানুষ ছেলে-মেয়ে নিয়ে বসে থাকেন। কখন বাড়ি-ঘর ভেঙে নদীতে চলে যায়।

কলেজ ছাত্র মহসিন জানান, মহারাজপুর ইউনিয়নের পবনা ভেঙে এলাকা প্লাবিত হয়েছে। পানির চাপে প্রতিদিন নদী ভাঙছে। আজ বাঁধ ভেঙে পানি ঢুকে আমাদের এলাকা তলিয়ে যাচ্ছে। রাতে পানি আরও বাড়বে। আমারা সবাই আতঙ্কে আছি। তাই দ্রুত এ বাঁধটি মেরামতের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানাই।

jagonews24

উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানি বলেন, মঙ্গলবার রাতে জোয়ারে ইউনিয়নের কয়েকটি স্থানে বেড়িবাঁধ উপচে পানি প্রবেশ করে। আজ (বুধবার) বুধবার দুপুরে শাকবাড়িয়া নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়।

কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম বলেন, গত বছরের ২০ মে আম্ফানের আঘাতে বেড়িবাঁধ ভেঙে সদর ইউনিয়ন প্লাবিত হয়। সে ক্ষতি মানুষ এখনো কাটিয়ে উঠতে পারেননি।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, দক্ষিণ অঞ্চলের নদ-নদীতে দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। উপজেলার প্রায় ৩০টি পয়েন্ট দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে।

তিনি আরও বলেন, আমরা ২০ হাজার জিও ব্যাগ ও ৩০ হাজার সিনটেথিক ব্যাগ মজুদ রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ জায়গায় জিও ব্যাগ দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে।

আলমগীর হান্নান/আরএইচ/এএসএম

টাইমলাইন

  1. ০১:২০ পিএম, ০৩ জুন ২০২১ ‘ইয়াসে’ বিধ্বস্ত ২৬ হাজার ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত ১৫ লাখ মানুষ
  2. ০৭:২৪ পিএম, ২৮ মে ২০২১ ইয়াসের তাণ্ডবে মোংলা ও সুন্দরবনে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি
  3. ০৪:২৯ পিএম, ২৮ মে ২০২১ বিপৎসীমার নিচে নেমেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীর পানি
  4. ০৯:২৭ পিএম, ২৭ মে ২০২১ মোংলায় ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী জলোচ্ছ্বাস অব্যাহত
  5. ০৭:৫২ পিএম, ২৭ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াসেই’ হালদার সর্বনাশ
  6. ০৭:২২ পিএম, ২৭ মে ২০২১ পানিবন্দি ঘরবাড়ি, চিড়া-মুড়ি খেয়ে দিন কাটছে শতাধিক পরিবারের
  7. ০৭:১৪ পিএম, ২৭ মে ২০২১ খুলনায় নতুন এলাকা প্লাবিত : পানিবন্দি মানুষের মানবেতর জীবন
  8. ০৩:১৮ পিএম, ২৭ মে ২০২১ পটুয়াখালীতে আজও উত্তাল সাগর, বইছে ঝড়ো হাওয়া
  9. ০২:৩০ পিএম, ২৭ মে ২০২১ ‘ইয়াস’র প্রভাবে ঝড়-বৃষ্টি থাকবে আরও ২ দিন
  10. ১২:৫০ পিএম, ২৭ মে ২০২১ জোয়ারে ক্ষতিগ্রস্ত বাঁধ, আতঙ্কে হাতিয়ার ৭ লাখ বাসিন্দা
  11. ১২:২৯ পিএম, ২৭ মে ২০২১ জোয়ারে তলিয়ে গেছে বিয়েবাড়ি, কোলে পার হলেন বর-কনে
  12. ১২:১৬ পিএম, ২৭ মে ২০২১ সুন্দরবন থেকে লোকালয়ে আসা ২ চিত্রা হরিণ উদ্ধার
  13. ১০:৫২ এএম, ২৭ মে ২০২১ জোয়ারে সুন্দরবন থেকে ভেসে এলো ৪ মৃত হরিণ
  14. ১০:৪৬ এএম, ২৭ মে ২০২১ ঝড়ে সুন্দরবনের ১৯ জেটি বিধ্বস্ত, ক্ষয়ক্ষতি নিরূপণে ৪ কমিটি
  15. ০৮:৪৫ এএম, ২৭ মে ২০২১ জোয়ারের পানি আরও বাড়ার আশঙ্কা, ৩ নম্বর সংকেত বহাল
  16. ০৯:১৬ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী অবস্থা মোকাবিলায় প্রস্তুত নৌবাহিনী
  17. ০৮:৫৯ পিএম, ২৬ মে ২০২১ ভোলায় ২৫০ ঘরবাড়ি বিধ্বস্ত, ভেসে গেছে দুই হাজার গবাদিপশু
  18. ০৮:৪২ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত
  19. ০৭:৫৪ পিএম, ২৬ মে ২০২১ আ.লীগ নেতার বসতঘরে হাঁটুপানি
  20. ০৬:৩৬ পিএম, ২৬ মে ২০২১ দুর্বল হলো ‘ইয়াস’, এড়ানো গেছে বড় ক্ষয়ক্ষতি
  21. ০৬:৩৫ পিএম, ২৬ মে ২০২১ বাগেরহাটে জোয়ারের পানিতে প্লাবিত ২০ গ্রাম
  22. ০৬:১৯ পিএম, ২৬ মে ২০২১ উপকূল অতিক্রম করেছে ইয়াস, হয়েছে কিছুটা দুর্বল
  23. ০৬:১৬ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : হাতিয়ায় পানিবন্দি লক্ষাধিক মানুষ
  24. ০৫:৫৮ পিএম, ২৬ মে ২০২১ মোংলায় জলোচ্ছ্বাসে পানিবন্দি ৪০০ পরিবার, দেয়া হচ্ছে খাদ্য সহায়তা
  25. ০৫:৪৪ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : খুলনায় বাঁধ ভেঙে ৪০ গ্রাম প্লাবিত
  26. ০৪:১৫ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : মোংলায় তলিয়ে গেছে চারশতাধিক বসতঘর
  27. ০৪:০৫ পিএম, ২৬ মে ২০২১ তলিয়ে গেছে কুতুবদিয়ার লোকালয়, আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার মানুষ
  28. ০৪:০৩ পিএম, ২৬ মে ২০২১ বিপৎসীমার ৬৪ সেমি ওপরে বইছে পানি, প্লাবিত অর্ধশতাধিক গ্রাম
  29. ০৩:৫২ পিএম, ২৬ মে ২০২১ পানিতে একাকার বাগদা-গলদার ঘের
  30. ০৩:২৯ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াসেও স্বাভাবিক চট্টগ্রাম বন্দর
  31. ০২:৫৫ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ : জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ৯ জেলার ২৭ উপজেলা
  32. ০১:৩৯ পিএম, ২৬ মে ২০২১ ইয়াসের প্রভাবে ঢাকায় হালকা বাতাস-বৃষ্টি
  33. ০১:০৩ পিএম, ২৬ মে ২০২১ ৩-৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে ইয়াস
  34. ১২:৫৯ পিএম, ২৬ মে ২০২১ বাগেরহাটে নদীর পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি মানুষ
  35. ১২:৫১ পিএম, ২৬ মে ২০২১ আজও দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ বন্ধ, চলছে ফেরি
  36. ১২:৪৫ পিএম, ২৬ মে ২০২১ ইয়াসে বিধ্বস্ত সেন্টমার্টিন
  37. ১২:৩৩ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড়ের সময় সুরক্ষিত থাকবেন যেভাবে
  38. ১২:১৮ পিএম, ২৬ মে ২০২১ ফেরি বন্ধ, তবুও নেয়া হচ্ছে ভাড়া
  39. ১১:২৮ এএম, ২৬ মে ২০২১ ইয়াস : পরবর্তী উদ্ধার-ত্রাণ তৎপরতায় প্রস্তুত সশস্ত্র বাহিনী
  40. ১১:১৪ এএম, ২৬ মে ২০২১ উপকূল অতিক্রম করছে ইয়াস, আঘাত হানছে না বাংলাদেশে
  41. ১০:৫৬ এএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : চট্টগ্রামে প্রস্তুত ২৮৬ মেডিকেল টিম
  42. ১০:৩১ এএম, ২৬ মে ২০২১ ওড়িশায় আঘাত হেনেছে ইয়াস
  43. ১০:২৫ এএম, ২৬ মে ২০২১ উপকূল থেকে কিছুটা দূরে সরে গেল ইয়াস
  44. ০৯:৩৪ এএম, ২৬ মে ২০২১ ইয়াস : খুলনায় খোলা হয়েছে সহস্রাধিক আশ্রয়কেন্দ্র
  45. ০৯:২৪ এএম, ২৬ মে ২০২১ ওড়িশা থেকে ৬০ কিমি দূরে ইয়াস, দুপুরে আছড়ে পড়ার শঙ্কা
  46. ০৯:০২ এএম, ২৬ মে ২০২১ নিঝুমদ্বীপের ১৫ হাজার অধিবাসী নিরাপদ আশ্রয়ে
  47. ০৮:৪২ এএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : মোংলা থেকে ৩২০ কিলোমিটার দূরে
  48. ০৯:০২ পিএম, ২৫ মে ২০২১ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ইয়াস, ৬ ফুট উচ্চতার জোয়ারের শঙ্কা
  49. ০৫:০৭ পিএম, ২৫ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ : নৌযান চলাচল বন্ধ
  50. ০৫:০৬ পিএম, ২৫ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  51. ০২:৩৭ পিএম, ২৫ মে ২০২১ ১০০ কি.মি. বেগে আছড়ে পড়বে ইয়াস, প্লাবিত হওয়ার শঙ্কা
  52. ০৮:১৩ এএম, ২৫ মে ২০২১ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ইয়াস
  53. ০৬:৪২ পিএম, ২৪ মে ২০২১ ভিডিওতে ঘূর্ণিঝড় ‘ইয়াস’র সম্ভাব্য গতিপথ
  54. ০৫:১৩ পিএম, ২৪ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ থেকে ফসল রক্ষায় পরামর্শ
  55. ০৪:১৭ পিএম, ২৪ মে ২০২১ বুধবার খুলনা উপকূল অতিক্রম করতে পারে ‘ইয়াস’
  56. ০১:২৮ পিএম, ২৪ মে ২০২১ ইয়াসের প্রভাবে কাল রাত থেকে বৃষ্টি, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল
  57. ১০:৫২ এএম, ২৪ মে ২০২১ সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
  58. ১০:২১ এএম, ২৪ মে ২০২১ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে ইয়াস
  59. ০৮:৪০ এএম, ২৪ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ৬০ কি.মি. বেগে নিম্নচাপ রূপ নিয়েছে গভীর নিম্নচাপে
  60. ১০:০১ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : এবারও সুরক্ষা প্রাচীর হয়ে দাঁড়াতে পারে সুন্দরবন
  61. ০৯:১১ পিএম, ২৩ মে ২০২১ চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড় ইয়াস
  62. ০৫:০০ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সাতক্ষীরায় প্রস্তুত ১৬৪৫ আশ্রয়কেন্দ্র
  63. ০৪:১৮ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : নিম্নচাপটি কক্সবাজার থেকে ৬১৫ কিলোমিটার দূরে
  64. ০৮:১৬ এএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : লঘুচাপটি পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপে
  65. ০৯:০০ পিএম, ২২ মে ২০২১ ইয়াস কি আমফানের চাইতে শক্তিশালী?
  66. ০৭:৫৫ পিএম, ২২ মে ২০২১ ‘রোববার ২, সোমবার ৪ নম্বর সতর্ক সংকেত’
  67. ০৪:৩৩ পিএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত
  68. ০১:১৬ পিএম, ২২ মে ২০২১ সুপার সাইক্লোন হয়ে উঠতে পারে ‘ইয়াস’, সতর্ক করা হবে পুরো উপকূলকে
  69. ১২:৩২ পিএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
  70. ১১:০৩ এএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৩ মের মধ্যে সব নৌকা-ট্রলারকে ফেরার সতর্কবার্তা
  71. ০৭:০১ পিএম, ২১ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৬ মে খুলনা উপকূলে আঘাত হানতে পারে
  72. ১০:০৬ এএম, ১৯ মে ২০২১ ২৩-২৪ মে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা