পটুয়াখালীতে জোয়ারে ভেসে গেল ৪৮ কোটি টাকার মাছ
পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারে ভেসে গেছে প্রায় ৪৯ কোটি টাকার মাছ।
মৎস অফিস সূত্রে জানা গেছে, জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেরিবাঁধের ভেতরে পানি প্রবেশ করে ২ হাজার ৬৩২টি পুকুর ও ৫৯০টি ঘেরের মাছ ভেসে গেছে। ফলে ঘের ও পুকুরের মালিকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।
রাঙ্গাবালীর চরলতা গ্রামের ঘেরের মালিক দবির গাজী বলেন, এবছর ঋণ নিয়ে মাছের ঘের করেছি। ঘেরে বিভিন্ন প্রজাতির প্রায় ছয় লাখ টাকার মাছ ছিল। কিন্তু ইয়াসের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে ঘেরের সব মাছ ভেসে গেছে।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বিভিন্ন স্থানে বেড়িবাঁধ অরক্ষিত বা ভাঙা থাকায় জোয়ারের পানি প্রবেশ করে পুকুর ও ঘের তলিয়ে যায়। পানিতে দেড় হাজারের মত পুকুর ও ২৮২ ঘের থেকে মাছ ভেসে গেছে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, আমরা বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। ৫৯০টি মাছের ঘের ও ২ হাজার ৬৩২টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ৪৮ কোটি ৯১ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
এসএমএম/জেআইএম