পটুয়াখালীতে হচ্ছে বৃষ্টি, বেড়েছে বাতাসের গতি
অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে। বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। পটুয়াখালী জেলার নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার (২৬ মে) সকাল থেকে পটুয়াখালীতে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের গতিবেগ অনেকটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৬টা পর্যন্ত ১২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এদিকে, পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় এলাকায় মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত তিন দফা জোয়ারের পানিতে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার অন্তত ৩২টি গ্রাম। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর।
পানিবন্দি এসব এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কের যোগাযোগ ব্যবস্থা। গতকাল থেকে এখন পর্যন্ত অনেকের চুলোয় জলেনি উনুন। পানিবন্দি এসব মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা প্রশাসন।
এসজে/এমকেএইচ