রূপগঞ্জে আ.লীগ ও বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা
রূপগঞ্জের তারাব পৌরসভার নির্বাচনে হাসিনা গাজীকে আওয়ামী লীগ ও নাসির ভুঁইয়াকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে কেন্দ্র। রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে হাসিনা গাজীকে সরকারদলীয় প্রার্থী ঘোষণা করায় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও উল্লাস করেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ হাসীনা গাজীর সমর্থকরা।
আওয়ামী লীগ সমর্থকরা আনন্দ মিছিল করলেও নাসির সমর্থকদের কাউকে এ সংবাদ লেখা পর্যন্ত মাঠে দেখা যায়নি। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিষয়টি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা এবং বিএনপি দলীয় প্রার্থীর মনোয়নের বিষয়টি উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা জাগো নিউজকে বলেন, রূপগঞ্জ থানা আওয়ামী লীগ ৩০ নভেম্বর হাসিনা গাজীসহ চারজনকে বাছাই করে কেন্দ্রে তালিকা পাঠান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ হুমায়ুন জাগো নিউজকে বলেন, নারায়নগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন ভুঁইয়া ও বর্তমান মেয়র শফিকুল ইসলাম চৌধুরীর নাম কেন্দ্রে পাঠানো হয়। তিনি বলেন, কেন্দ্র নাসির উদ্দিনকে দলীয় মনোনয়ন দিয়েছে।
আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে মিসেস হাসিনা গাজীকে ঘোষণার বিষয়টি বুধবার সকালে নিশ্চিত হলে দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন স্থানে এ মিষ্টি বিতরণ ও উল্লাসের সংবাদ পাওয়া যায়।
এদিকে, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও মেয়র প্রার্থী মিসেস হাসিনা গাজীসহ তার সমর্থকরা পৌর এলাকায় গণসংযোগ করেছেন। বিশেষ করে বরপা, রুপসী, বিশ্বরোড, গন্ধর্বপুর, তারাব বাজার, যাত্রামুড়া এলাকায় গণসংযোগ করে হাসিনা গাজী পৌর এলাকাবাসীর দোয়া ও দলীয় প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, তারাব পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, যুবলীগ সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাঈম মিয়া, বিএম আতিক, বকুল মিয়া প্রমুখ।
মীর আব্উল আলীম/এমজেড /এমএস