ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলের গাতিপাড়া সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০২:৪৬ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্তের বিপরীতে ভারতের কালিয়ানি সীমান্তের ইছামতি নদী থেকে বুধবার বিকেলে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভারতের ২৪ পরগনা জেলার বনগাঁ থানার পুলিশ।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হুমায়ুন কবির জানান, বুধবার দুপুরে ভারত-বাংলাদেশের সীমান্ত নদী ইছামতিতে একটি মরদেহ ভাসতে দেখে বিজিবি ক্যাম্পে খবর দেন স্থানীয়রা। পরে সরেজমিনে মরদেহ দেখে কালিয়ানি বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। বিকেল ৪টার দিকে বিএসএফ ও বনগাঁ থানার পুলিশ এসে ইছামতি নদী থেকে মরদেহ তুলে নিয়ে যায়। বর্তমানে মরদেহটি বনগাঁ হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত যুবক বাংলাদেশি হতে পারে। গরু আনতে অথবা অবৈধ পথে ভারতে যাবার সময় বিএসএফ তাকে আটকের পর নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে। তবে বিজিবি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি।

মো. জামাল হোসেন/এমজেড/এমএস