ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লঞ্চে অতিরিক্ত যাত্রী, ভাড়াও বেশি

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৫ মে ২০২১

করোনার কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লঞ্চ। লঞ্চ চালুর দ্বিতীয় দিনেও ঘাটে রয়েছে যাত্রীর চাপ। ফলে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে নির্ধারিতের চেয় দেড়গুন বেশি ভাড়াই গাদাগাদি করেই চলছে লঞ্চ।

মঙ্গলবার (২৫ মে) সকাল ১০টায় সরেজমিনে চাঁদপুর লঞ্চ ঘাট ঘুরে দেখা যায়, সোমবারের (২৪ মে) মতো যাত্রীদের চাপ কিছুটা বেশি। নির্দিষ্ট সময়ে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ। তবে যাত্রী চাপ বেশি থাকায় লঞ্চে সরকারি নির্দেশনার চেয়ে বেশি যাত্রী নিতে দেখা গেছে।

jagonews24

যাত্রীরাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে লঞ্চে আসন নিশ্চিত করেছেন। এসময় অতিরিক্ত যাত্রী নেয়ায় সচেতন অনেক যাত্রীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে লঞ্চ স্টাফরা যাত্রীদের মাস্ক ব্যবহারে উৎসাহিত করলেও তা কাজে আসেনি।

ভাড়ার ক্ষেত্রে একেক লঞ্চে একেক রকম নেয়া হচ্ছে। চাঁদপুর থেকে ঢাকায় দুপুর বারোটায় ছেড়ে যাওয়া রফ রক-২ লঞ্চের ভাড়া নিতে দেখা গেছে- ডেকে ১৫০, বিজনেস ক্লাস ২৬০, কেয়ার ক্লাস ৩৬০, সিংগেল কেবিন ৬৫০ ও ডাবল কেবিন ১৩৫০ টাকা। তবে লঞ্চের মানগত দিক থেকে ভাড়ার ব্যাবধান রয়েছে।

jagonews24

লঞ্চ মালিক প্রতিনিধি মো. রুহুল আমিন বলেন, সরকারি নির্দেশনা মেনে লঞ্চ চালানোর চেষ্টা করছি। তবে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে উঠলেও ভেতরে তা মানছেন না। যে যার মত চলাফেরা করছেন। তবে যাত্রীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে প্রচারণা চালানো হচ্ছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ পরিচালক কায়সারুল ইসলাম জানান, যাত্রীদের চাপ এখন কিছুটা বেশি। স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ কাজ করছে। কয়েকদিনের মধ্যে যাত্রী চাপ কমে গেলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

নজরুল ইসলাম আতিক/এএইচ/এএসএম