ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ১১:৫১ এএম, ২৪ মে ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার (২৩ মে) রাত ১০টায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালা বহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার কালা বহরপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২১ মে) বিকেলে কালা বহরপুর গ্রামে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় দেলোয়ারের ছোট ভাই ইসলাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের আকল মিয়ার ছেলে নোবেল মিয়ার হাতাহাতি হয়।

রোববার রাত ১০টায় কালা বহরপুর গ্রামের সারং বাজারে দেলোয়ার ও নোবেল মিয়ার চাচাতো ভাই অলিউর রহমান এবং তাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন। এসময় গুরুতর জখম দেলোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত কালাম মিয়া (৫০), আব্দুল হামিদ (৩৯), আব্দুল বাসিত (৪৫), রিপন মিয়া (৩৫), আব্দুল মমিন (৩১), সুমন মিয়াকে (২২) সিলেটে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এখলাছুর রহমান খোকন/এসএমএম/এএসএম