ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জ থেকে ৭ জেলায় সার সরবরাহ শুরু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫

একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে সাত জেলায় সরবরাহ পুনরায় শুরু হয়েছে। সারের মোড়কে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সরকারি আশ্বাসের প্রেক্ষিতে বুধবার বিকেল থেকে আশুগঞ্জ সার কারখানা থেকে সার উত্তোলন শুরু করেছে ডিলাররা। এতে করে সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় সার সরবরাহ কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

জেলা সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূইয়া বকুল বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তায় সার প্যাকেটজাত করণের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকে সাতটি জেলায় সার উত্তোলন ও বিক্রয় বন্ধ রাখা হয়েছিল।

তবে সরকারি আশ্বাসের প্রেক্ষিতে ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেল থেকে সার উত্তোলন শুরু করেছেন ডিলাররা।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস