ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অপহরণের দুই মাস পর স্কুলছাত্রী উদ্ধার, ইমাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৯:২১ পিএম, ২২ মে ২০২১

সিলেটের বিশ্বনাথ থেকে অপহরণের দুই মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে উদ্ধার করে অভিযুক্ত মাওলানা জুবায়ের আহমদকে (৫০) গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুবায়ের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউপির মাইজগ্রাম জামে মসজিদের ইমাম। ব্যক্তিগত জীবনে জুবায়েরের স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেফতার মাওলানা জুবায়ের আহমদ দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মাইজগ্রাম জামে মসজিদের ইমাম থাকার কারণে একবছর পূর্বে থেকে ১০ম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। এক পর্যায়ে জুবায়েরের সঙ্গে স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এ সম্পর্কের কারণে গত ২৪ মার্চ (বুধবার) স্কুলছাত্রীকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে যান ইমাম জুবায়ের আহমদ। ঘটনার একমাস পর গত ২৬ এপ্রিল (সোমবার) জুবায়ের আহমদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন স্কুল ছাত্রীর বাবা। মামলা দায়েরের পর শনিবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত জুবায়ের আহমদকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ছামির মাহমুদ/আরএইচ/এমকেএইচ