মিয়ানমার থেকে দেশে ফিরেছে ৪৮ বাংলাদেশি
মালয়েশিয়ায় অবৈধভাবে যাওয়ার পথে মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া ৪৮ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে বিজিপি। এ নিয়ে সপ্তম দফায় ৪৮ জনসহ মোট ৭৭৭ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হলো। বুধবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফিরিয়ে আনা হয়।
পতাকা বৈঠক শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
বিজিবি সূত্র জানায়, দুপুর ১২টা ১০মিনিটে বিজিবির এক প্রতিনিধি দল ঢেকবুনিয়াস্থ বিজিপির সঙ্গে পতাকা বৈঠকে মিলিত হয়। বিজিবির ২০ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজারস্থ ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উলাহ সরকার ও বিজিপির পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমার ইমিগ্রেশনের ডিপুটি ডাইরেক্টর মি. সু-নাইন। বাংলাদেশি প্রতিনিধি দলে সঙ্গে ছিলেন কক্সবাজার সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মো. আমিনুল ইসলাম এবং কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার জেলা পুলিশ ও জেলা প্রশাসনের নেতৃবৃন্দ।
বাংলাদেশের পক্ষে নেতৃত্বদানকারী কক্সবাজার-১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উলাহ সরকার জানান, দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ ও ফলপ্রুসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনা হয়েছে।
ফেরতকৃতদের মধ্যে কক্সবাজারের ১৯ জন, যশোরের ১২ জন, নারায়নগঞ্জের তিনজন, কুষ্টিয়ার দুইজন, সিরাজগঞ্জের তিনজন, টাঙ্গাইলের চারজন এবং পাবনা, খুলনা, নোয়াখালী, কিশোরগঞ্জ ও গোপালগঞ্জের একজন।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) আবদুল মালেক মিয়া জানান, অভিবাসীদের ঘুমধুম এলাকা দিয়ে বাসযোগে কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, দেশে আনার পর ৪৮ বাংলাদেশিকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত খাদ্য, চিকিৎসা ও যাতায়াত খরচসহ সব সহায়তা দেবে আইওএম।
কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার এম. এম আনিসুর রহমান সাংবাদিকদের জানান, মিয়ানমারে আটক আরো ২০ জন বাংলাদেশিদের যাছাই-বাছাই চলছে। সঠিক তথ্য পাওয়া গেলে তাদেরও দ্রুত ফেরত না হবে।
প্রসঙ্গত, গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জনকে মিয়ানমারের জলসীমা থেকে আটক করে মিয়ানমারের নৌবাহিনী। এরপর বাংলাদেশি হিসেবে দাবিকৃতদের নিয়ে কাজ শুরু করে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই তালিকায় শনাক্ত হওয়া বাংলাদেশিদের মাঝে ৮ জুন ১৫০ জন, ১৯ জুন ৩৭ জন, ২২ জুলাই ১৫৫ জন, ১০ আগস্ট ১৫৯ জন, ২৫ আগস্ট ১২৫ জন, ১২ অক্টোবর ১০৩ জন পর্যায়ক্রমে ফেরত আনা হয়।
সায়ীদ আলমগীর/এআরএ/এমএস