ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেতুর রেলিং ভেঙে ট্রাক খালে

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২১ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লবণবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খালে পড়ে গেছে। এ ঘটনায় চালক আহত হয়েছেন।

শুক্রবার (২১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি জানান, বিকেলে ঢাকা থেকে সিলেট অভিমুখী একটি মালবাহী ট্রাক যাচ্ছিল। ট্রাকটিতে একটি কোম্পানির লবণ বোঝাই ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে আশুগঞ্জের সোনারামপুরে সেতুর রেলিং ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। এ ঘটনায় চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে খালের পানি শুকিয়ে যাওয়ায় ট্রাকের মালামাল অক্ষত আছে।

ওসি আরও বলেন, আশুগঞ্জ থেকে আখাউড়া চার লেনের কাজে এই সেতুটির সম্প্রসারণ কাজ চলছে। এর নিচে চার লেন সড়কের কাজের সঙ্গে জড়িত কেউ চাপা পড়ে আছে কি-না, তা ট্রাকটি উদ্ধারের পর বলা যাবে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম