দুই ভাইয়ের পেশা অটোরিকশা চুরি
নাটোর থেকে চুরি যাওয়া অটোরিকশা বগুড়ার আদমদীঘি থেকে উদ্ধার করেছে র্যাব-১২। এসময় চোর চক্রের দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১ মে) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্রেফতাররা হলেন, আদমদীঘির পাইকপাড়া গ্রামের মৃত মনোয়ার হোসেনের ছেলে মাহাবুব আলম (৩০) ও তার ভাই গাজীউল আলম (২৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব অটোরিকশা মালিকের অভিযোগের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। শুক্রবার ভোরে গোপন সংবাদে অটোরিকশা, দুইটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ডসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে বগুড়ার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে অটোরিকশা চুরি করে কেনা-বেচা করতেন। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএমএম/জেআইএম