ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাম না থাকায় নামফলক তুলে ফেললেন উপজেলা চেয়ারম্যান!

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৮:৩৬ এএম, ২০ মে ২০২১

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের উদ্বোধনের আগেই ভিত্তিপ্রস্তরের নামফলক তুলে ফেললেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

ভিত্তিপ্রস্তরে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুসের নাম ছিল। শুক্রবার (২১ মে) ওই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হওয়ার কথা ছিল।

বুধবার (১৯ মে) বিকেল ৫টায় একজন সহযোগী নিয়ে নামফলক তুলে ফেলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন।

তবে উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল আলম অভিযোগ করে বলেন, ‘পরিপত্র অনুযায়ী ৬ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার অধিদফতর কর্তৃক উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ বাস্তবায়ন হচ্ছিল। কিন্তু ওই ভিত্তিপ্রস্তরে উপজেলা চেয়ারম্যানের নাম উল্লেখ না থাকায় উদ্বোধনের আগেই তিনি তা উচ্ছেদ করেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, ‘উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ওই ভিত্তিপ্রস্তরে যৌথভাবে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং উপজেলা প্রকৌশলীর নাম থাকার সিদ্ধান্ত ছিল। কিন্তু শুধুমাত্র সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের নাম ঠিক রেখে ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হয়েছে। তাই ভিত্তিপ্রস্তরটি উচ্ছেদ নয় শুধু নামফলক খুলে বাতিল করা হয়েছে। নামফলকটি সংশোধন করে ভিত্তিপ্রস্তরে পুনরায় স্থাপন করা হবে।’

পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলাতেও যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত রয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বলেন, ‘সরকারি সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী অথবা সংসদ সদস্য অথবা সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের নাম ব্যতীত ভিত্তিপ্রস্তরে অন্য কারও নাম থাকার সুযোগ নেই। উপজেলায় শিক্ষা, কৃষি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ বিভিন্ন ভবন হয়েছে। সব ভিত্তিপ্রস্তরে সংসদ সদস্য হিসেবে এককভাবে আমার নাম রয়েছে। এর বাইরে কোনো সিদ্ধান্ত নেয়া মানে সরকারি পরিপত্র বিরোধী পদক্ষেপ।’

এসজে/এমকেএইচ