ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফাতেমাকে হত্যা দাম্পত্য কলহের জেরে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১২:০১ এএম, ১৯ মে ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঈদের দিন স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামীর বিরুদ্ধে চারদিনের মাথায় চার্জশিট দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন খন্দকার।

১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার চারদিনের মাথায় এ চার্জশিট দেয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি।

এ মামলার একমাত্র আসামি নিহতের স্বামী নূরুল আমিন সবুজ (৫৫)। মামলাটি করেছিলেন নিহতের ছেলে মিরাজ।

তদন্তকারী কর্মকর্তা জানান, তদন্তে উঠে আসে দাম্পত্য কলহের জেরে আসামি সবুজ তার স্ত্রী বিবি ফাতেমাকে (৫০) ধারালো ছুরি দিয়ে হত্যা করে।

এর আগে গত (১৪ মে) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ঘটনার পর থেকে সবুজ পলাতক ছিলেন। পরে গত ১৫ মে রাতে নোয়াখালী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা আরও জানায়, মামলায় অন্য কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। দাম্পত্য কলহের কারণে এ হত্যাকাণ্ড বলে তদন্তে ওঠে এসেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিউজকে জানান, সিভিল সার্জনের কাছ থেকে তিনদিনের মধ্যে ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে চার্জশিটটি দাখিল করেছি।

এস কে শাওন/এএইচ