ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরলেন ভারতফেরত ১৩৯ জন

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৮ মে ২০২১

ঝিনাইদহে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরেছেন ভারতফেরত ১৩৯ জন।

মঙ্গলবার (১৮ মে) সকালে শহরের পিটিআই হোস্টেল প্রাঙ্গণে তাদের পাসপোর্ট ও করোনার নেগেটিভ রিপোর্ট দেয়া হয়। তাদের বাড়ি, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায়।

jagonews24

ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান জানান, গত ৩-৪ মে বেনাপোল সীমান্ত দিয়ে আসা ১৬৭ জনকে ঝিনাইদহের পিটিআই ও এইড কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৪ দিন তারা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ছিলেন।

jagonews24

সোমবার (১৭ মে) বিকেলে নমুনা সংগ্রহের পর সন্ধ্যার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ফলে মঙ্গলবার (১৮ মে) তাদের ছাড়পত্র দেয়া হয়।

জেলা প্রশাসক আরও জানান, সোমবার (১৭ মে) ২৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া কোয়ারেন্টাইন শেষে চারজনের রিপোর্ট পজেটিভ আসায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/এএসএম