ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় সওজের তিন জেলার শ্রমিক-কর্মচারী সমাবেশ

প্রকাশিত: ১০:৩৫ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

কুমিল্লায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রমিক-কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সড়ক বিভাগের ওয়ার্ক চার্জ শ্রমিক-কর্মচারীদের নিয়মিত করার দাবিতে মঙ্গলবার দুপুরে কুমিল্লা সড়ক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ওই তিন জেলার কার্যনির্বাহী সংসদের উদ্যোগে এ সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন।

সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. আবদুল মোতালেব ভূঁইয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো. আনিছুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান শিবিব, কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এম আতিকুল ইসলাম, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিন, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিকদার, আরফানুল হক রিফাত, আবদুল হাই বাবলু, যুবলীগ নেতা আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, শ্রমিক নেতা এম এ কাইয়ুম, মো. হারুন-অর রশিদ, মো. নাছির উদ্দিন, মো. আবদুল হাই প্রমুখ।

মো. কামাল উদ্দিন/বিএ