ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেতন উত্তোলন করেননি বরিশালের অধিকাংশ কারারক্ষী

প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

বেতন থেকে অতিরিক্ত ৫শ’ ৬০ টাকা কেটে রাখার প্রতিবাদে নভেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করেননি বরিশাল কেন্দ্রীয় কারাগারের বেশির ভাগ কারারক্ষী। মাসের প্রথম দিনে বেতন উত্তোলনের পুরনো রেওয়াজ থাকলেও মঙ্গলবার নভেম্বরের বেতন উত্তোলন করেননি তারা।

নাম প্রকাশে অপারগ কারারক্ষীরা অভিযোগ করেন, সম্পূর্ণ অপ্রদর্শিতভাবে এই টাকা কেটে নেয়া হচ্ছে। এটা পুরোপুরি অন্যায়। এর প্রতিবাদেই বেতন-ভাতা উত্তোলন করেননি তারা। তবে কারাগারের ৪২ কর্মকর্তাসহ ৭০ ভাগ কর্মচারী যথারীতি বেতন-ভাতা উত্তোলন করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কারা সূত্র জানায়, ২০১৪ সাল থেকে কারারক্ষীদের কাছ থেকে কারা পরিবার নিরাপত্তা প্রকল্প বাবদ ২শ’ ৪০টাকা এবং কারা কল্যাণ ট্রাস্ট প্রকল্প বাবদ বার্ষিক ৫শ’ টাকা করে কেটে রাখা হতো। দুই প্রকল্পের টাকা কেটে রাখা হতো অগ্রিম। দুই প্রকল্পে ২০১৬ সালের টাকা কেটে নেয়া হচ্ছে রক্ষীদের নভেম্বর মাসের বেতন থেকে।

বেতন তুলতে গিয়ে রক্ষীরা জানতে পারেন, কারা পরিবার নিরাপত্তা প্রকল্পে ২শ’ ৪০টাকার স্থলে ৫শ’ এবং কারা কল্যাণ ট্রাস্ট বাবদ ৫শ’ টাকার স্থলে ৮শ’ টাকা করা কেটে রাখা হবে। এর পরপরই বেতন নিতে অপরাগতা প্রকাশ করেন ১শ’ ৯৬ রক্ষীর সবাই। এতে ক্ষোভের সৃষ্টি হয় রক্ষীদের মাঝে।

তবে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার মো. কামাল হোসেন জানান, রক্ষীরা ৭০ ভাগ বেতন উত্তোলন করেছেন। কারো মধ্যে কোনো অসন্তোষও নেই। কেননা এই টাকা কেটে রাখা হচ্ছে তাদের পরিবারের কল্যাণে। আগে একজন রক্ষীর পরিবারের কারো চিকিৎসার প্রয়োজন হলে প্রকল্প থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেয়া হতো, এখন থেকে তারা পাবেন এক লাখ ২৫ হাজার টাকা। এই দুই প্রকল্পে টাকা বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রীয়। স্থানীয়ভাবে রক্ষীদের উপর কিছু চাপিয়ে দেয়া হয়নি বলে জানান তিনি।

সাইফ আমীন/বিএ