ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

একঘণ্টা বন্ধ থাকার পর সচল ফেরি চলাচল

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৫ মে ২০২১

বৈরি আবহাওয়ায় এক ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সচল হয়েছে। শনিবার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে সৃষ্ট ঝড়ে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর ৭টার দিকে ফেরি সচল হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি শিমুলায়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, হঠাৎ ঝড়ের কারণে দুর্ঘটনা এড়াতে প্রায় একঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এখন বহরের ১৭টি ফেরি চলছে। ঘাটে পারাপারের অপেক্ষায় তেমন গাড়ি নেই, যারাই আসছেন পর্যায়ক্রমে সকলকে পার করা হচ্ছে।

এদিকে মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় আধাঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, শনিবার (১৫ মে) সন্ধ্যা ৬ টার দিকে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে দুই পাড়ে ফেরিগুলো নোঙ্গর করে রাখা হয়। প্রায় আধাঘন্টাপর ঝড় থেমে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

আরাফাত রায়হান সাকিব/ বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস