ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে সার ডিলারদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

প্রকাশিত: ০১:১২ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

প্লাস্টিক মোড়কে মজুদকৃত সার নির্বিঘ্নে বিক্রির দাবিতে এবং পাটের ব্যাগ ব্যবহার না করার অভিযোগে অন্যায়ভাবে জরিমানা আদায়ের প্রতিবাদে দোকান বন্ধ রেখে ধর্মঘট শুরু করেছে রংপুর জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার সকাল থেকে বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত প্রায় আড়াই শতাধিক সার ডিলার এ ধর্মঘট শুরু করে। ফলে রংপুর নগরসহ জেলার সকল সারের দোকান বন্ধ রয়েছে।
 
ধর্মঘট চলাকালে দুপুরে নগরীর কলেজ রোডে অবস্থিত বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রংপুর জেলা কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কারখানায় উৎপাদিত সার প্লাস্টিক মোড়কে থাকায় ডিলাররা তা বাধ্য হয়ে বিক্রি করছেন। অথচ সরকার কারখানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে ডিলারদের কাছে সরবরাহকৃত সার আটক করে অন্যায়ভাবে জরিমানা আদায় করছে। এমনকি বাফার সরকারি গোডাউনে প্লাস্টিক দিয়ে প্যাকেটজাত অবস্থায় প্রায় ৮ হাজার মেট্রিকটন সার মজুদ করা আছে। সরকার মজুদকৃত প্লাস্টিক ব্যাগ শেষ না হবার আগেই ডিলারদের সার বোঝাই ট্রাক আটকিয়ে জরিমানাসহ হয়রানি করছে। বক্তারা সরকারের এসব দ্বৈত্য নীতি পরিহার করে ডিলারদের মজুদকৃত সার নির্বিঘ্নে বিক্রি করার দাবি জানান। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।

জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এসএম বদরুদ্দোজার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আলী হাকিম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

জিতু কবীর/এমএএস/আরআইপি