ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানবন্ধনে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি

প্রকাশিত: ১১:০৬ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ করে নেয়া হয়েছে। দিনটিকে স্বাগত জানিয়ে সিলেট জেলা-বিভাগীয় প্রশাসন ও মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

অবিলম্বে পাকিস্তানের সঙ্গে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেট বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে। মহান বিজয়ের মাস ডিসেম্বর বরণ অনুষ্ঠান থেকে এ দাবি জানানো হয়ে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আফতাব আলী, সাবেক ছাত্রনেতা শাহানারা বেগম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা সভাপতি মাহবুবুল আলম মিলন, মেট্রোপলিটন ল কলেজের উপাধ্যক্ষ ড. এম শহিদুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মুক্তিযুদ্ধ অনুশীলন সম্পাদক সুরঞ্জিত বর্মন, সদস্য ধ্রুব গৌতম, অধ্যাপক আব্দুল জলিল, বশির আহমদ জুয়েল, শাহেনা বেগম চৌধরী স্বর্ণা, নারী উদ্যোক্তা নুরুন নাহার বেবী, সংগীত শিক্ষক শরদিন্দু চক্রবর্তী।

এদিকে, ডিসেম্বরকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালিটি নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন।

র‌্যালিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ অংশ নেন।

ছামির মাহমুদ/এআরএ/পিআর