ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে করোনার টিকা পাবেন আর মাত্র ২০১০ জন

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৩ মে ২০২১

জয়পুরহাটে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাবেন আর মাত্র দুই হাজার ১০ জন।জয়পুরহাট সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জয়পুরহাটে প্রথম ডোজ ৩২ হাজার ৪৫৫ ও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন ২১ হাজার ৪২৭ মানুষকে দেয়া হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদরে প্রথম ডোজ ১৩ হাজার ৭৮ ও দ্বিতীয় ডোজ ৯ হাজার ৮৫, পাঁচবিবিতে প্রথম ডোজ সাত হাজার ৬৫২ ও দ্বিতীয় ডোজ চার হাজার ৫৯২, কালাইয়ে প্রথম ডোজ পাঁচ হাজার ১৫ ও দ্বিতীয় ডোজ দুই হাজার ৯৮০, আক্কেলপুরে প্রথম ডোজ তিন হাজার ৭১৯ ও দ্বিতীয় ডোজ দুই হাজার ৪১৩ এবং ক্ষেতলালে প্রথম ডোজ দুই হাজার ৯৭১ ও দ্বিতীয় ডোজ এক হাজার ৮৫৭ জন নিয়েছেন।এখন দ্বিতীয় ডোজের ২০১০ ভায়াল ভ্যাকসিন বাকি রয়েছে।

জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট শ্যামল কুমার জানান, জয়পুরহাটে এ পর্যন্ত ১৪ হাজার ৪৪৯ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৬০০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১১ জন। এছাড়া ১৬০০ জন সুস্থ হয়েছেন।

রাশেদুজ্জামান/এএইচ/এমকেএইচ