গাইবান্ধায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট থেকে রবিউল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া এলাকায় একটি ফাঁকা মাঠে ইউক্লিপটাস গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।
রবিউল ইসলাম সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের মো. ওয়াজেদ মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, রবিউল ইসলাম পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যানার, পোস্টার করে এলাকাবাসীর নিকট দোয়া চেয়েছেন।
ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, মঙ্গলবার সকালে হিংগারপাড়া গ্রামের ফাঁকা মাঠের একটি ইউক্লিপটাস গাছের সঙ্গে রবিউল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিউলের হাত ও শরীরের বিশেষ জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারাণা করা হচ্ছে রবিউলকে হত্যার পর তার মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।
অমিত দাশ/এসএস/পিআর