ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় বিএনপির প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ০৩:২৪ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

নেত্রকোনার পাঁচ পৌরসভার মেয়র পদে বিএনপি চারটিতে একক প্রার্থী চূড়ান্ত করলেও সোমবার পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগের মনোনয়ন বাছাই কমিটি কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করতে পারেনি। আর এজন্য নেত্রকোনা সদর পৌরসভা দলটির মনোনয়ন প্রত্যাশী ৯ জন প্রার্থীর নামই কেন্দ্রে পাঠিয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর নেত্রকোনা, মোহনগঞ্জ, মদন, দুর্গাপুর ও কেন্দুয়া পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সোমবার পর্যন্ত নেত্রকোনা পৌরসভায় আওয়ামী লীগ থেকে কোনো একক প্রার্থীর নাম চূড়ান্ত করা যায়নি বলে জানায় দলের একাধিক সূত্র।

রোববার রাতে শহরের ছোটবাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে নেত্রকোনা পৌরসভার প্রার্থী বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আশরাফ আলী খান খসরুসহ বাছাই কমিটির সাতজন সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এর ছোট ভাই মাসুদ খান জনি,  জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান এর মেয়ে অর্পিতা খানম সুমি, সাবেক সাংসদ ফজলুর রহমান খানের মেয়ে হাবিবা রহমান খান শেফালী প্রার্থী থাকায় দলের এই পর্যায় থেকে বাছাই করা সম্ভব হয়নি। তবে দল থেকে মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকের নাম কেন্দ্রে পাঠানো  হয়েছে। প্রার্থী বাছাইয়ের দায়িত্বও কেন্দ্রের ওপর ছেড়ে দেয়া হয়েছে।

নেত্রকোনা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, সাবেক সাংসদ ফজলুর রহমান খানের মেয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী হাবিবা রহমান খান শেফালী, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি ও সাবেক ছাত্রলীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খানের মেয়ে যুব মহিলা লীগ নেত্রী অর্পিতা খানম সুমি, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ছোট ভাই যুবলীগ নেতা মাসুদ খান জনি, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের আহ্বায়ক খানে আলম খান এবং নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি উজ্জ্বল সাহা।

এদিকে জেলার অন্য চারটি পৌরসভায় একক প্রার্থীর নাম চূড়ান্ত করা হলেও বাছাই কমিটি কারও নাম প্রকাশ করতে রাজি হয়নি। নাম প্রকাশ না করার শর্তে দলের গুরুত্বপূর্ণ একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, বাছাইকৃত প্রার্থীদের তালিকায় রয়েছেন মোহনগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লতিফুর রহমান ওরফে রতন, দুর্গাপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, কেন্দুয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুল হক ভূঁইয়া ও মদনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম সাইফুল ইসলাম ওরফে হান্নান। কেন্দ্রে কোনো ধরনের পরিবর্তন না হলে আনুষ্ঠানিকভাবে তাদের নাম আসতে পারে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান জাগো নিউজকে বলেন, বাছাইকৃত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নাম সোমবার কেন্দ্রে পাঠানো হয়েছে। দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিটি তা চূড়ান্ত করবে। এর বাইরে কিছু বলার অনুমতি নেই।
     
তবে এদিক থেকে এগিয়ে আছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান জাগো নিউজকে বলেন, নেত্রকোনা পৌরসভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু, দুর্গাপুরে সাবেক ছাত্রদল নেতা হাজি জামাল উদ্দিন, মোহনগঞ্জে বর্তমান মেয়র মাহাবুবুন্নবী শেখ এবং মদনে বিএনপি নেতা মাশরিকুর রহমান বাচ্চুকে প্রার্থী করার সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে। কেন্দুয়ায় তিনজন প্রার্থী হওয়ায় তাঁদের সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি দেবে বলেও জানান তিনি।
 
কামাল হোসাইন/এসএস/এমএস