ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় পাঁচ মিল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:১১ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

নওগাঁয় পাঁচটি চালকল মালিককে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় এ জরিমানা করা হয়। স্থানীয় জেলা প্রশাসন ও র‌্যাব-৫ যৌথভাবে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই আদালত পরিচালনা করে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, অভিযানে নওগাঁ সদরে অবস্থিত অটোমেটিক এবং হাস্কিং রাইস মিলগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালত পরিচালনার সময় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দেশ অটোমেটিক রাইস মিল, সুফিয়া অটোমেটিক রাইস মিল, মোল্লা রাইস মিল ও ঘোষ রাইস মিলের মালিক প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া একতা রাইস মিলের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনায়েদ কবির সোহাগ। এ সময় র‌্যাব-৫ বাগমারা ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুস সালাম, পাট অধিদফতরের উন্নয়ন কর্মকর্তা দীলিপ কুমার মালাকার উপস্থিত ছিলেন।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার থেকে ধান, চালসহ ছয়টি পণ্যে পাটজাত মোড়ক বাধতামূলক করা হয়েছে।

আব্বাস আলী/বিএ