ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

কুষ্টিয়ার দৌলতপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামীকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। সোমবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় প্রদান করেন।

ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির নাম রোকন মণ্ডল। তিনি দৌলতপুর উপজেলার কামালপুর গ্রামের হুলি মণ্ডলের ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৬ আগস্ট রাতে আসামি রোকন মণ্ডল ও তার পরিবারের লোকজন যৌতুকের দাবিতে স্ত্রী লাইলী বেগমকে অমানুষিক নির্যাাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পাশের জঙ্গলে মরদেহ গুম করে রাখেন। পরদিন সকালে লাইলীর বাবা একই উপজেলার নজীব গ্রামের লালচাঁদ মণ্ডল মেয়ের খোঁজে তার শ্বশুর বাড়ি যায়। পরে ২৯ আগস্ট স্বামী রোকনের বাড়ির পেছনের জঙ্গলের মধ্যে লাইলীর মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়া হয়। এ ঘটনায় লাইলীর বাবা লালচাঁদ মণ্ডল বাদী হয়ে ওই দিনই দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আল-মামুন সাগর/এমজেড/আরআইপি