ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনে ২ দেশের ঐক্যমত

প্রকাশিত: ০৩:২২ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

সীমান্ত সংশ্লিষ্ট ১৭টি সমস্যা চিহ্নিত এবং তা সমাধানে দুই দেশের ঐক্যমতের মধ্য দিয়ে দিনাজপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শেষ হয়েছে।

সোমবার দিনাজপুর পর্যটন মোটেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর এবং ভারতের জলপাইগুড়ি জেলার জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতি পৃথা সরকার যৌথ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনে ১৭টি বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সমস্যা সমাধানে দুই দেশের প্রতিনিধিরা ঐক্যমত পোষণ করেছেন।  

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর এবং ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জলপাইগুড়ি জেলার জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতি পৃথা সরকার।

দুই দিনব্যাপী এই সম্মেলনে ভারতের ছয় জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার এবং একজন বিএসএফ কর্মকর্তাসহ ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বাংলাদেশের পক্ষে অংশ নেন ৯ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বিজিবি ব্যাটালিয়ন কর্মকর্তাগণ।

বাংলাদেশের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, কুড়িগ্রাম, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলা এবং ভারতের কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি