বগুড়ায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
পাটজাত মোড়ক ব্যবহার না করায় বগুড়ায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি প্রতিষ্ঠানের কাছে থেকে মোট এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জেলা প্রশাসনের ভ্রাম্যামাণ আদালত, পুলিশ ও র্যাব-১২ যৌথভাবে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যামাণ আদালতের ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি জানান, শাজাহানপুরের জামালপুরে আতাহার আলী অটো রাইস মিল ৫০ হাজার টাকা, শেরপুরের গাড়িদহে মেসার্স শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ ৫০ হাজার টাকা, শেরপুরের হামসাপুর আলাল এগ্রো ফুড প্রোডাক্টস ৫০ হাজার এবং শেরপুরের ছোনকায় মজুমদার প্রডাক্টস লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তরা পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিক বস্তা ব্যবহার করছিল।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী ব্যবসায়ীদের অনুরোধে সরকারের বিশেষ সুযোগ প্রদানের কারণে পাটজাত মোড়ক ছাড়া প্লাস্টিক বা অন্য যে কোনো মোড়ক ব্যবহার ৩০ নভেম্বর থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। এ কারণে ছয় পণ্যের ওপর পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হয়। পণ্যগুলো হচ্ছে, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
লিমন বাসার/এআরএ/আরআইপি