ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি প্রতিনিধি দল ভারতে

প্রকাশিত: ১১:৩৩ এএম, ৩০ নভেম্বর ২০১৫

সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত গেছেন। চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে এসময় বিজিবি প্রতিনিধিদলকে ফুল দিয়ে স্বাগত জানায় বিএসএফ।

ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হরিদাসপুর বিএসএফ ক্যাম্প অডিটোরিয়ামে বিজিবি ও বিএসএফের মধ্যে এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।

যশোর ২৬ বিজিবির বেনাপোল ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে এই সীমান্ত সম্মেলনে দু`দেশের বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডারের নেতৃত্বে ১০ জন করে কর্মকর্তা উপস্থিত থাকবেন।

ডিসেম্বরে ঢাকায় বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকের বিষয় নিয়ে প্রস্তুুতিমূলক সম্মেলন। সম্মেলনে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধ নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হবে।
 
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির খুলনা সেক্টর কমান্ডার (ভারপ্রাপ্ত) লে. কর্নেল আব্দুর রহিমের নেতৃত্বে সম্মেলনে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদ, রিভার আইন ব্যাটালিয়নের সিও লে. কর্নেল তানভির আহম্মেদ, রিজিয়ন লজিস্টিক অফিসার লে. কর্নেল খালিদ বিন ইউছুফ ও ২৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুনসুর রহমানসহ ১০ সদস্যের প্রতিনিধি।

বিজিবি সূত্র জানায়, এর আগে ২৪ নভেম্বর বেনাপোল বিজিবি কোম্পানি সদরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে উচ্চ পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতীয় বিএসএফের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোলকাতা আইপিএস, সাটওয়ান্ট ত্রিভেডি ও বাংলাদেশের বিজিবি হেড কোয়ার্টারের লে.কর্নেল তারিকুল ইসলাম।

মো. জামাল হোসেন/এমজেড/পিআর