ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চিকিৎসক সঙ্কটে ধুকে ধুকে চলছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৫ মে ২০২১

চিকিৎসক সঙ্কটের কারণে ধুকে ধুকে চলছে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। জরুরি মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে হাসপাতালের জন্মলগ্ন থেকে। এছাড়া ইনডোর ও আউটডোর সেবা চলে সেকমো ও সাব-সেন্টারের চিকিৎসক দিয়ে।

জানা গেছে, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ভবন নির্মাণ হয় ২০১৮ সালে। সব ধরনের অপারেশনের জন্য নির্মিত হয়েছে একটি সুসজ্জিত অপারেশন থিয়েটার। রয়েছে আধুনিক যন্ত্রপাতিও। এছাড়া নিরবচ্ছিন বিদ্যুতের জন্য রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি জেনারেটর। আছে প্রশিক্ষিত নার্সও। তবে চিকিৎসকের অভাবে হয় না কোনো অপারেশন। ফলে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

সূত্র জানায়, কয়েকজন চিকিৎসক বাইরের বিভিন্ন ক্লিনিকে অপারেশন করলেও স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের দিয়ে অপারেশন করানো হয় না। ফলে ফায়দা লুটছে ক্লিনিক ব্যবসায়ীরা।

উপজেলার শালদহ গ্রামের রাজু আহমেদ জানান, স্ত্রী নিপার সিজারিয়ান অপারেশন করা হয়েছে গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারে। স্বল্প আয়ের মানুষ অথচ খরচ করতে হয়েছে ১২ হাজার টাকা। স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশনের ব্যবস্থা থাকলে কোনো খরচ হতো না।

একই কথা বলেন কুঞ্জনগরের আজিবুল। তিনিও স্ত্রীকে সিজারিয়ান অপারেশন করিয়েছেন রাজা ক্লিনিকে। এখানে ওষুধ, বেড ভাড়া ও ডাক্তার বাবদ খরচ হয়েছে ১৪ হাজার টাকা।

হাসপাতাল সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক ভালো ডাক্তার এসেছিলেন। কিন্তু ক্লিনিক ব্যবসায়ীদের হুমকির কারণে ডাক্তাররা চলে যান।

সূত্র জানায়, ২০০৮ সালে ৫০ শষ্যায় উন্নীতের পর হাসপাতালে ডাক্তারের পদ ৩০টি। এর মধ্যে ১০টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদ রয়েছে। এ হাসপাতালে কোনো সময়ই বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন হয়নি। এছাড়া মেডিকেল অফিসারের ১৮ পদের বিপরীতে রয়েছেন মাত্র ছয়জন। জরুরি মেডিকেল অফিসারের পদটি শূন্য হাসপাতালের জন্মলগ্ন থেকে। ইনডোর ও আউটডোর সেবা চলে সেকমো ও সাব-সেন্টারের চিকিৎসক দিয়ে।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ রায়হান শরীফ জানান, চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অপারেশন করাতে হলে সরকারি কিছু নিয়ম রয়েছে। বাইরে যে চিকিৎসক অপারেশন করেন তাতে কোনো বাধা না থাকলেও সরকারি নিয়মে বাধা রয়েছে। আশা করা হচ্ছে দ্রুত চিকিৎসক সঙ্কট দূর হবে।

আসিফ ইকবাল/ এএইচ/এএসএম