গাজীপুরে হাজার পথচারীকে মাস্ক-স্যানিটাইজার দিল যুবলীগ
করোনাভাইরাস সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মে) বিকেলে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে সহস্রাধিক পথচারীর মাঝে এসব মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। তিনি জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে সহস্রাধিক মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির, মোবারক হোসেন, রাহাত খান, পাপেল সরকার, আ. সামাদ ও রফিকুল ইসলাম রবি প্রমুখ।
মো. আমিনুল ইসলাম/এসজে/জেআইএম