ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় করোনায় নারীসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০২:১০ পিএম, ০৪ মে ২০২১

বগুড়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মে) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তারা হলেন, বগুড়া নামুজা এলাকার জসিম উদ্দিন (৭৮), কাহালু এলাকার হাসনাবানু (৭০) ও সিরাজগঞ্জের রেজাউল হক (৭০)। এদের মধ্যে হাসনা বানু ও রেজাউল হক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং জসিম উদ্দিন টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫৫ টি নমুনায় ১৩ জন ও টিএমএসএসে ১০ নমুনায় দুইজনের পজিটিভ এসেছে।

বগুড়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯০২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৮৫৩ জন। মৃত্যুবরণ করেছেন ২৯৯ জন। এছাড়াও জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৭৫২ জন।

আরএইচ/এমকেএইচ