ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাবাজার ঘাটে শোকের মাতম

মো. ছগির হোসেন | মাদারীপুর থেকে | প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৩ মে ২০২১

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীর বাংলাবাজার পুরান ঘাটে চলছে শোকের মাতম। বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবিতে তিন শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনার পর শিবচর কাঠালবাড়ী হাজি ইয়াসিন মোল্লাকান্দি দোতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণ এলাকায় শোকের মাতম চলছে।

স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

সোমবার (৩ মে) সকাল কাঁঠালবাড়ীর বাংলাবাজার পুরান ঘাটে পদ্মা নদীতে এ দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২৬ মরদেহ উদ্ধার করে।

jagonews24

মুন্সীগঞ্জ সদর সাতরাপাড়া গ্রামের নিহত সাগর শেখের চাচাতো ভাই হিরা কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই আর নেই। ওর দুই মেয়ে। মেয়েরা কাকে বাবা বলে ডাকবে।’

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, দুর্ঘটনা এলাকা পরিদর্শন করেছি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি। মর্মান্তিক নৌ-দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেয়া হবে।

jagonews24

উল্লেখ্য, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টায় ৩০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে যায়। এ সময় মাদারীপুর কাঁঠালবাড়ী বাংলাবাজার পুরান ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা খেয়ে ডুবে যায় স্পিডবোটটি।

এসময় সব যাত্রী পানিতে পড়ে যায়। পরে নদী থেকে একে একে ২৪ লাশ উদ্ধার করা হয়। বাকিদের ছয়জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা এ উদ্ধার কাজ পরিচালনা করেছেন।

এএইচ/জিকেএস