ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্র ইমন হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

প্রকাশিত: ০৬:৪৯ এএম, ৩০ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্কুলছাত্র রাকিবুল হাসান ইমন হত্যা (১৩) মামলায় চারজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে ৪ জনকে ৭ বছর করে কারাদণ্ড অনাদায়ে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী মোহাম্মদ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দরের কামতাল মালিভিটা গ্রামের সাইফুর রহমান ওরফে সাইফুল (২৩), তোফাজ্জল হোসেন (২২), জামাল হোসেন (২২) ও শাহজাহান ওরফে জীবন (২১)। রায় ঘোষণার সময় সাইদুর ও তোফাজ্জল অনুস্থিত ছিলেন।
 
নারায়ণগঞ্জ আদালতের এপিপি এম এ রহিম জাগো নিউজকে বলেন, নিহত ইমন বন্দরের কামতাল মালিভিটা এলাকার প্রবাসী নূরু মিয়ার ছেলে। সে সোনারগাঁয়ের এইচজিজি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ২৯ জানুয়ারি ১০ লাখ টাকা মুক্তিপণ পেতে ইমনকে অপহরণ করা হয়। টাকা না পেয়ে ওই দিন রাতেই ইমনকে হত্যার পর বন্দর মদনপুর মালিবাগে একটি মুরগির খামারের গর্তে পুঁতে রাখা হয়।
 
এ ঘটনায় ইমনের মা ফেরদৌসি বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। পরে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে ৫ জনকে গ্রেফতার করে। তবে মামলায় যাদের আসামি করা হয়েছিল তারা কেউ ঘটনায় জড়িত ছিলেন না। মোবাইল ট্র্যাকিং করে গ্রেফতার করা ৫ জনই ঘটনায় জড়িত ছিলেন। ৬ মার্চ তাদের দেয়া স্বীকারোক্তিতে ইমনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে এ মামলার অপর আসামি আল আমিনকে (১৮) গত ১৪ মে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। হত্যাকাণ্ডের পর গ্রেফতারের সময় আল আমিন নাবালক থাকায় জুবিনাইল আইনে এ বিচার কাজ সম্পন্ন করা হয়। তবে এখন সাবালক হওয়ায় তাকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

শাহাদাৎ হোসেন/এসএস/পিআর