ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর করোনায় আক্রান্ত ইউএনও

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০২ মে ২০২১

টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ৯ দিন পর বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে তার বাসভবনে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল ইউএনও মো. আসাদুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। টিকা নেয়ার পর তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ২৮ এপ্রিল হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন।

২ মে (রোববার) বিকেলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে তার বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, ‘টিকার প্রথম ডোজ নেয়ার পর আমি সুস্থ ছিলাম এবং দ্বিতীয় ডোজও নেয়ার পর সুস্থ ছিলাম। কয়দিন পরে অসুস্থ হয়েছি। পরবর্তীতে করোনা পরীক্ষা করেছি তখন পজিটিভ হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করেন। সবাইকে বলব মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, ‘দ্বিতীয় ডোজ টিকা নেয়ার ৯ দিন পরে ইউএনও করোনা পজিটিভ হলেন। তিনি আমাদের তত্ত্বাবধায়নে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

এসজে/এমকেএইচ