শিকারির কাছ থেকে ডাহুক পাখি উদ্ধার করে অবমুক্ত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় উজ্জ্বল নামে এক পাখি শিকারির কাছ থেকে চারটি ডাহুক পাখি উদ্ধার করে সেগুলো স্থানীয় বিলে অবমুক্ত করা হয়েছে।
রোববার (২ মে) উপজেলার পোরজনা ইউনিয়নের বেতকান্দি বিলে পাখিগুলো অবমুক্ত করা হয়।
জানা গেছে, পোরজনা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের উজ্জ্বল দীর্ঘদিন ধরে ফাঁদ পেতে ডাহুক পাখি ধরতেন। রোববার বিকেলে তিনি চারটি ডাহুক পাখি বিক্রি করতে পোরজনা হাটে নিয়ে আসেন। এ সময় পাখিগুলোর মুখ টেপ দিয়ে আটকানো ছিল।
স্থানীয় যুবক সাদ্দাম হোসেন বিষটি দেখে পাখি কেনার কথা বলে উজ্জ্বলকে তার দোকানে নিয়ে আসেন। পরে সাদ্দাম বিষয়টি পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউজকে জানান।
দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি ও ইমন পোরজনা বাজারে গিয়ে পাখিগুলো উদ্ধার করি। বিষয়টি টের পেয়ে শিকারি উজ্জ্বল সেখান থেকে সটকে পড়েন। পরে পাখিগুলো উদ্ধার করে শাহজাদপুর উপজেলার বেতকান্দি বিলে অবমুক্ত করি।
তিনি আরও বলেন, উজ্জ্বল দীর্ঘদিন ধরে পাখি শিকার করে সেগুলো বিক্রি করে আসছে। আমি স্থানীয় যুবকদের বন্য প্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করি। এছাড়া স্থানীয়দের বলেছি, উজ্জ্বল যদি আবারও পাখি শিকার করে আমরা আমরা আইনগত ব্যবস্থা নেবো।
ইউসুফ দেওয়ান রাজু/এমআরআর/এমকেএইচ