ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোল্লাহাটে আসাদ হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০২ মে ২০২১

বাগেরহাটের মোল্লাহাটের শাসন গ্রামে আসাদ শেখ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (২ মে) সকালে চুনখোলা ইউনিয়নের শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

ঘণ্টাব্যাপী মানববন্ধনের পর সন্ত্রাসী হামলায় নিহত আসাদ শেখের হত্যাকারী হিসেবে অভিযুক্ত আসামি আবুল মোল্লা, মিকাইল চৌধুরী, ছবেদ মোল্লা, তানজিল মুন্সি, সালাউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে বিচারের বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী।

এ সময় নিহত আসাদ শেখের ভাতিজা মো. মামুন শেখ বলেন, গত ১ এপ্রিল সন্ত্রাসীরা কুড়াল, ঢাল, সড়কি, হাতুড়ি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা আমার চাচা আসাদ শেখকে কুপিয়ে খুন করার পর তার ছেলে আরিফুলসহ অন্তত ১০ জনকে কুপিয়ে জখম করে। ঘটনার দুইদিন পর ৩ এপ্রিল নিহত আসাদ শেখের কন্যা মমতাজ বেগম বাদী হয়ে ৮৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

jagonews24

পুলিশ এই ঘটনায় একজনকে আটক করলেও মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে মানববন্ধন থেকে জানানো হয়। আসামিরা এখনও তাদেরকে হুমকি দিয়ে আসছেন বলে নিহতের পরিবার থেকে অভিযোগ করেছে। এ অবস্থায় অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধন শেষে এলাকাবাসী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রর্দশন করে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আসাদ শেখ হত্যাকাণ্ডের শিকার হন।

শওকত আলী বাবু/এআরএ/জেআইএম