ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চলছে সকল ফেরি, ভোগান্তি কমেছে যাত্রীদের

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০২ মে ২০২১

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া রুটে চলছে ১৪টি ফেরি। এর আগে সীমিত পরিসরে সাত-আটটি ফেরি চলাচল করলেও পণ্যবাহী পরিবহন পারাপারে বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। ফলে এ নৌরুটে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি কিছুটা কমেছে।

রোববার (২ মে) সকাল থেকে ফেরিঘাটে ১৪টি ফেরি চলাচল শুরু করে।

সরেজমিনে শিবচরের বাংলাবাজার ঘাটে গিয়ে দেখা গেছে, ঘাট এলাকায় যাত্রীদের উপচেপড়া ভিড় নেই। তবে যাত্রী রয়েছে ঘাটে। ঢাকাগামী যাত্রীদের পাশাপাশি ঘরমুখো যাত্রীদের ভিড়ও রয়েছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পার হচ্ছে।

jagonews24

তবে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের ঘাটে এসে দুর্ভোগে পড়তে হয়। গণপরিবহন বন্ধ থাকায় থ্রি হুইলার, মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে অধিক ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে নৌরুটে ছোট-বড় মিলে মোট ১৪টি ফেরি চলছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক রয়েছে। তবে ছোট গাড়ির সংখ্যা কম রয়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক সামসুল আবেদীন জানান, ঘাটে তেমন চাপ নেই। যাত্রীর চাপ থাকলেও ফেরি বেশি থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

নাসিরুল হক/এসএমএম/জিকেএস