ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় অননুমোদিত ভেটেরিনারি ওষুধ তৈরির কারখানা সিলগালা

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০১ মে ২০২১

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অননুমোদিত ভেটেরিনারি ওষুধ তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে। একই সঙ্গে কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের মৃত দাসরত মজুমদারের ছেলে রাজীব মজুমদার দীর্ঘদিন ধরে অননুমোদিত কারখানাটি পরিচালনা করে ভেটেরিনারি ওষুধ তৈরি করে আসছিলেন।

শনিবার (পহেলা মে) দুপুরে কুমারখালী উপজেলার ঝাওতলা গ্রামে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রেমিকো ফার্মা হেলথ ডিভিশন নামের ওই ভেটেরিনারি ওষুধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় কুমারখালী প্রাণী সম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন। অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান জানান, দীর্ঘদিন ধরে রাজীব মজুমদার রেমিকো ফার্মা নামের অননুমোদিত এই কারখানাটিতে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে নোংরা পরিবেশে শ্রমিকদের দ্বারা এসব ভেটেরিনারি ওষুধ তৈরি করে আসছিল।

jagonews24

অভিযানে অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ তৈরির আলামত দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। ওষুধগুলোর মধ্যে রয়েছে রেমিটপ পাউডার, রেমিজেন্ট, এনজাইম পাউডার, হান্ডেড এ আই, জিংকোভেট।

এছাড়াও গবাদি পশুর জন্য বিভিন্ন ধরনের ভিটামিন এই কারখানাটিতে পাওয়া যায়। এ সময় রেমিকো ফার্মা এসব মেডিসিন উৎপাদন ও প্রক্রিয়াজাতের জন্য ওষুধ বিভাগের কোনো নিবন্ধন দেখাতে পারেনি। ফলে এসব অপরাধ আমলে নিয়ে রেমিকো ফার্মাকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ তৈরি ও বিক্রির দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং কারখানাটি সিলগালা করে দেন।

আল-মামুন সাগর/এমআরএম/এমকেএইচ