ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকের ব্যাকডালা খুলতে গিয়ে হেলপারের মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০১ মে ২০২১

গাজীপুরের কালীগঞ্জে ইট বোঝাই ট্রাকের ব্যাকডালা খুলতে গিয়ে আবু তালেব (৪৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসরা ইনচার্জ একেএম মিজানুল হক। তিনি জানান, এ ব্যাপারে থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আর ট্রাকটি বর্তমানে থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

নিহত আবু তালেব গাজীপুর মহানগরীর সালনা বিপ্রবর্তা এলাকার মনির উদ্দিন মোল্লার ছেলে। তিনি সালনা এলাকায় ট্রাকের হেলপারের কাজ করতেন।

নিহত আবু তালেবের মেয়ের জামাই হায়দার মিয়া জানান, শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থেকে ইট ভর্তি করে একটি ট্রাক কালীগঞ্জে আসে। রাতে উপজেলার সোমবাজার এলাকায় ওই ট্রাকটি আনলোড করতে গিয়ে পেছনের ব্যাকডালা খোলার সময় ইটসহ ট্রাকের ব্যাকডালা মাথার উপর পড়ে। এ সময় ট্রাকের অপর হেলপার ও চালক তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শহিদুল্লাহ জানান, রাতে হাসপাতালে আনার আগেই ট্রাকের হেলপার আবু তালেবের মৃত্যু হয়েছে। পরে বিষয়টি থানাকে জানানো হয়। বর্তমানে মরদেহ থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শুক্কুর আলী জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। যেন ময়নাতদন্ত বিহীন মরদেহ পরিবারের কাছে দেয়া হয়। বিষয়টির ব্যাপারে অভিযোগ বা আপক্তি না পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওই এসআই।

আব্দুর রহমান আরমান/জেডএইচ/এমকেএইচ